ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এক সময় শিল্প ও সংস্কৃতির উজ্জ্বল কেন্দ্রবিন্দু ছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি— টলিউড (Sreelekha Mitra on Tollywood)। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো কিংবদন্তিরা এই মাটি থেকেই পথ দেখিয়েছিলেন সমগ্র দেশকে। কিন্তু সেই গৌরবময় ইন্ডাস্ট্রি আজ কঠিন সংকটের মুখে।
কমছে কাজ (Sreelekha Mitra on Tollywood)
কাজের সংখ্যা কমছে, প্রজেক্ট বাতিল হচ্ছে, বাইরের প্রযোজকরাও আর কলকাতায় আসতে চাইছেন না (Sreelekha Mitra on Tollywood)। শিল্পীদের অভিযোগ, এর পেছনে মূল কারণ— টলিউডে ‘বিশ্বাস ব্রাদার্স’-এর ‘ তৈরী একুশে আইন। অভিযোগ বাইরের প্রযোজকরা এসে নিয়মের জটিলতা, অপ্রয়োজনীয় খরচ, এবং ‘দাদাগিরি’র মুখোমুখি হয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
হতে হবে ইউনিয়নের সদস্য (Sreelekha Mitra on Tollywood)
আরও অভিযোগ, নির্দিষ্ট ইউনিয়নের সদস্য না হলে ইন্ডাস্ট্রিতে কাজ করা যাবে না (Sreelekha Mitra on Tollywood)। আবার সেই ইউনিয়নের সদস্য হতে গেলেও দিতে হবে মোটা টাকা। কাজ পেলেও পারিশ্রমিকের টাকা থেকে দিতে হবে কাটমানি। এমনিতেই কাজের সংখ্যা কম। তার কারণ ফেডারেশনের বেঁধে দেয়া নিয়ম মেনেই কাজ করতে হচ্ছে পরিচালকদের। এমনকি ফেডারেশনের ঠিক করে দেওয়া টেকনিশিয়ানদের নিয়েই কাজ করতে হচ্ছে। ফলে সহজেই ক্ষতির মুখ দেখছেন প্রডিউসাররাও।
আরও পড়ুন: Calcutta High court: বিজেপি কর্মী হত্যা মামলায় আগাম জামিনের আর্জি বিধায়ক পরেশ ও দুই কাউন্সিলরের
হচ্ছে না স্বাধীন কাজ
অভিযোগ আরও আছে— স্বাধীনভাবে কাজ করতে না দেওয়ায় অনেক অভিজ্ঞ শিল্পীও এখন কর্মহীন। কেউ কেউ বাধ্য হয়ে অন্য পেশায় চলে গেছেন। কমে যাচ্ছে মানসম্পন্ন কাজের সংখ্যা, টেলিভিশনের দুনিয়াতেও তার প্রভাব স্পষ্ট।
আরও পড়ুন: SSC 2016 : এসএসসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি মামলার শুনানি শেষ! রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট
কী বললেন শ্রীলেখা মিত্র?
ট্রাইব টিভি বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে টলিউডের প্রখ্যাত অভিনেত্রী শ্রীলেখা মিত্র জানিয়েছেন, ফেডারেশন ভালোর থেকে খারাপটাই বেশি করেছে। স্টুডিও হয়তো বাইরে থেকে ঝাঁ চকচকে হয়েছে কিন্তু ভেতরটা খোকলা হয়ে গেছে।এরা ভাবছে এবার পাওয়ারে এসেছি এবার যা খুশি তাই করবো। ক্ষমতার অপব্যবহার করছে। সব ভুল জিনিস হচ্ছে ইন্ডাস্ট্রিতে। যে কোন ছবি এখন নন্দনে রিলিজ করে যায়। ছবির কোন মান দেখা হয় না। সব ক্ষেত্রেই একটা পচন ধরেছে। কেউ ভালো নেই। যোগ্যতা নিরিখে যাদের কাজ করা উচিত, তাদের কাজ নেই, তারা আপস করে কাজ করছে। এটা দেখে আমার খুব কষ্ট হয়।