ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চারিদিকে যখন শোনা যাচ্ছে সলমন খান (Salman Khan) আর হিট ছবি দিতে পারছেন না । তখনই প্রকাশ্যে এল সলমনের পুরানো হিট ছবির সিক্যুয়েলের ভাবনা। অর্থাৎ ‘বজরঙ্গি ভাইজান’ (Bajrangi Bhaijaan) এর সিক্যুয়েল বানানোর চেষ্টা করা হচ্ছে।
আসছে নতুন ছবি (Bajrangi Bhaijaan)
২০১৫ সালে সুপারহিট হয়েছিল ‘বজরঙ্গি ভাইজান ‘(Bajrangi Bhaijaan)। ভাইজান ও মুন্নির গল্প রীতিমত বক্স অফিসে ঝড় তুলেছিল। ছবির পরিচালক কবীর খান এই সুপারহিট ছবির সিক্যুয়েল নিয়ে আসার ইঙ্গিত দিলেন। বলিউডের গুঞ্জন বলছে , ইতিমধ্যেই পরিচালক কবীর খান ও চিত্রনাট্যকার ভি বিজয়েন্দ্র প্রসাদের সাথে সলমন খানের (Salman Khan) এ বিষয়ে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে সলমনের সম্মতির ইঙ্গিত মিলেছে।
মুখ ফিরিয়ে নেওয়া (Bajrangi Bhaijaan)
সম্প্রতি বলিউডে গুঞ্জন রটেছে, সলমন খানকে (Salman Khan) নিয়ে। বলা হচ্ছে অভিনেতার ছবি আর হিট হচ্ছে না। দর্শক নাকি মুখ ফিরিয়ে নিচ্ছেন তাঁর থেকে। আবার অনেকেরই মত, পরিচালক আলী আব্বাস, সঞ্জয় লীলা ভন্সালী, কবীর খানের মতো পরিচালকদের সাথে সলমনের কাজ করা উচিত। কারণ পরিচালক আলি আব্বাসের ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘সুলতান’, ভন্সালী সলমান জুটি বেঁধে ‘হম দিল দে চুকে সনম’ ছবি সুপারহিট হয়েছিল। অন্যদিকে কবীর খানের ‘এক থা টাইগার’, ‘বজরঙ্গি ভাইজান’ ছিল সে সময়ের ব্লকবাস্টার ছবি।
আরও পড়ুন: New serial: বলিউডি কায়দায় ধারাবাহিক, ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা!
ফেরার ইঙ্গিত
দর্শক থেকে অনুরাগীরা যখন অভিনেতা সলমনের ছবি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তখনই বলিউডের গুঞ্জনে উঠে এল, সলমনের সুপারহিট ছবির সিক্যুয়েলের কথা। বেশ খুশি অভিনেতার শুভাকাঙ্ক্ষীরা। সলমনের ফিরে আসার ইঙ্গিত পেয়ে খুশি তাঁর ভক্তরাও। কারণ পর্দায় পুরানো রূপে সলমনকে ফিরে পেতে চান তাঁর ভক্তরা।
আরও পড়ুন: Anupam Kher: বোনেদের সিঁদুর রক্ষার লড়াই, দিলজিৎকে একহাত নিলেন অনুপম খের!
ভালো গল্পের অপেক্ষায়
পরিচালক কবীর খানের মতে, ভালো কোনও গল্পের অপেক্ষায় রয়েছেন তাঁরা। সিক্যুয়েল বানাতে হবে বলে ‘বজরঙ্গি ভাইজান’ এর মত সুপারহিট ছবির ঐতিহ্য নষ্ট করতে পারবেন না। তাঁর কথায়, যখনই ভালো গল্প পাবেন, তখনই ‘বজরঙ্গি ভাইজান ২’ নিয়ে আসবেন। ইতিমধ্যে সলমনের সাথেও এই নিয়ে আলোচনা হয়ে গিয়েছে তাঁর। ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সলমন ছাড়াও অভিনয় করতে দেখা গিয়েছিল করিনা কাপুর, হর্ষালি মালহোত্রা এবং নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। নতুন ‘বজরঙ্গি ভাইজান ২’ এ কোন কোন অভিনেতা অভিনেত্রীদেরকে দেখা যাবে, তা অবশ্য এখনও জানা যায়নি।