ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফিলার্স, কসমেটিক সার্জারি অর্থাৎ কৃত্রিম উপায়ে সৌন্দর্য বাড়ানোর কথা বর্তমান প্রজন্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, বললে ভুল হয় না। আর এ নিয়ে সমালোচকদের মুখে পড়েছেন উরফি জাভেদ (Urfi Javed)। তাঁর ঠোঁট ফুলে গেছে। মুখের আকৃতিও বদলে গেছে। বলতে গেলে অনেকটাই চেহারার পরিবর্তন হয়েছে উরফির। এ প্রসঙ্গে মমতা শঙ্কর কী মনে করেন? সত্যি কী প্রয়োজন আছে কৃত্রিম উপায়ে সৌন্দর্য বাড়ানোর?
চর্চার কেন্দ্রবিন্দু (Urfi Javed)
নেট দুনিয়ায় সব সময় পোশাকের কেরামতির জন্য চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন উরফি জাভেদ (Urfi Javed)। তবে এবার তিনি করিয়েছেন ফিলার্স। যার ফলে নায়িকার ঠোঁট ফুলে গেছে। মুখের আকৃতিও অনেকটাই বদলে গেছে। এ বিষয়ে নৃত্য শিল্পী মমতা শঙ্কর (Mamata Shankar) মনে করেন, এসবে তাঁর খুব ভয়। তিনি এসবের ধারে কাছেও যাননি। তাঁর কথায়, ভগবান যা দিয়েছেন, তা নিয়েই থাকা ভালো। সবচেয়ে বড় কথা বয়সের সাথে সাথে চেহারার পরিবর্তন ঘটবেই, এটা স্বাভাবিক। তাছাড়া তাঁর মাকে কখনও এসব করতে দেখেননি তিনি। আর এসব থেকে নিজেকে অনেক দূরে রাখতে চান তিনি। তবে বর্তমান প্রজন্মকে এই নিয়ে কিছু বলতে চাননি তিনি।
একই রকম দেখতে লাগে (Urfi Javed)
ইন্ডাস্ট্রিতে সর্বত্র ফিলার্স,কসমেটিক সার্জারি নিয়ে আলোচনা চলে (Urfi Javed)। শুভশ্রী গাঙ্গুলিকেও (Subhashree Ganguly) এ নিয়ে সমালোচনার শিকার হতে হয়েছিল আগে। আবার অনেকের মতে, এই কৃত্রিম উপায়ে সৌন্দর্য বাড়ানোর ফলে ইদানিং নাকি সব অভিনেত্রীদের একই রকম দেখতে লাগে। তবে দর্শকের একাংশর মতে, যেমন সৌন্দর্য নিয়ে পৃথিবীতে আসা, সেটাই দেখতে ভালো। কৃত্রিম উপায় এটা বাড়ালে ভালো না লেগে, উল্টো হয়ে যায়। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) মতে, অনেক অভিনেত্রীকে এখন তিনি চিনতেই পারেন না। ভগবান যেমন রূপ দিয়েছেন তা সতেজ সুস্থ রাখার জন্য। কৃত্রিম উপায়ে সেই সৌন্দর্যকে পাল্টানোর দরকার নেই বলে তিনি মনে করেন।

আরও পড়ুন: New Bengali Serial: বলিউডের গল্প এবার বাংলা সিরিয়ালে, চমক দেবে নতুন জুটি!
ইন্ডাস্ট্রিতে প্রথম নয়
ইন্ডাস্ট্রি জগতে উরফি জাভেদ (Urfi Javed) যে প্রথমবার এমন করেছেন তা নয় ,এর আগেও এ পথে হেঁটেছেন সুস্মিতা সেন (Sushmita Sen), অনুষ্কা শর্মা (Anushka Sharma) সহ আরও অনেকেই। এনারাও ফিলার্স ও সার্জারি করিয়ে সমালোচনার শিকার হয়েছিলেন।
আরও পড়ুন: Apu Biswas: ওজন ঝরিয়ে বিপাকে অপু! অভিনেত্রীর নেপথ্যে বড় ষড়যন্ত্র?
সত্যিটা সামনে আনা
উরফি জাভেদের (Urfi Javed) একটি ভিডিও পোস্ট থেকে জানা যায়, তিনি কোনও ফিলার নয়, বরং আগে যে ফিলারগুলো করিয়েছেন সেগুলো ভুল জায়গায় করানো হয়েছিল। এবার তিনি প্রাকৃতিক উপায়ে নতুন করে সঠিকভাবে প্রতিষ্ঠাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। সাথে তিনি জানান অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনই এটা করানো উচিত নয়। তবে তিনি একজন অভিজ্ঞ চিকিৎসকের সন্ধান পেয়েছেন।