ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। গত ছ’মাস ধরে ধারাবাহিক চেষ্টা চালিয়েও হামাস-ইজরায়েল সংঘর্ষে যুদ্ধবিরতি ঘটাতে ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Israel Hamas Conflict)। বরং, বৃহস্পতিবার তিনি সরাসরি ইজরায়েলের সামরিক অভিযানের প্রতি সমর্থন জানিয়ে ‘গাজা পরিষ্কার’ করার আহ্বান জানিয়েছেন।
হামাসের প্রতি ট্রাম্পের অভিযোগ (Israel Hamas Conflict)
ট্রাম্পের বক্তব্য, “হামাস শান্তিবৈঠকে অনিচ্ছুক। তারা কোনও চুক্তি করতে চায় না। আমার মনে হয়, তারা মরতেই চাইছে।” তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে দ্রুত গাজা অভিযানের সমাপ্তি ঘটাতে বার্তা দিয়েছেন। মাত্র দু’সপ্তাহ আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, ইজরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। আমেরিকার তরফে সেই প্রস্তাব হামাসের কাছে পাঠানো হলেও, প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী সেটি খারিজ করেছে। ট্রাম্পের হুঁশিয়ারি ছিল, “হামাস যদি এই শর্তে রাজি না হয়, ফল ভালো হবে না।”
হামাসের শর্ত ও অচলাবস্থা (Israel Hamas Conflict)
সূত্রের খবর অনুযায়ী, হামাস জানিয়েছে— তেল আভিভ যদি স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি না দেয়, তবে তারা একতরফা ভাবে সমস্ত ইজরায়েলি পণবন্দি মুক্তি দেবে না(Israel Hamas Conflict)। বৃহস্পতিবার সকালে হামাস জানায়, তারা ইজরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি, তবে দুটি শর্ত রয়েছে,
- সীমান্তে ইজরায়েলি সেনার আধিপত্য কমাতে হবে।
- বন্দি বিনিময়ে ইজরায়েল কতজন প্যালেস্টিনি বন্দিকে মুক্তি দেবে, তা স্পষ্ট করতে হবে।
এই শর্তগুলির পরপরই ইজরায়েল এবং আমেরিকা আলোচনাকারী দল প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়।
আমেরিকার মধ্যস্থতা থেকে সরে আসা (Israel Hamas Conflict)
ওয়াশিংটনের বিশেষ দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার জানান, “আমরা এখন পণবন্দিদের ফিরিয়ে আনার জন্য বিকল্প ব্যবস্থা বিবেচনা করছি। পাশাপাশি গাজাবাসীর জন্য স্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টাও চলবে।” এই ঘোষণা আসার পরেই ট্রাম্প (Donald J. Trump) আরও আক্রমণাত্মক সুরে হামাসকে দোষারোপ করেন।
হামাসের পাল্টা অভিযোগ (Israel Hamas Conflict)
হামাস অভিযোগ করেছে, আমেরিকা ইজরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়াকে সমর্থন দিচ্ছে। অতীতে ট্রাম্পকে ‘গাজা দখল’ করার হুঁশিয়ারি দিতেও শোনা গিয়েছিল। এমনকি তিনি প্যালেস্টাইনিদের গাজা ছেড়ে দেওয়ার পরামর্শও দিয়েছিলেন। এবার সরাসরি গাজ়া ধ্বংসের বার্তা দেওয়ার অভিযোগ উঠছে ট্রাম্পের বিরুদ্ধে।
আরও পড়ুন: Israel Hamas Conflict : গাজায় যুদ্ধবিরতি আলোচনায় অনীহা! আলোচনার টেবিল ছাড়ল ইজরায়েল ও আমেরিকা
সংঘাতের প্রেক্ষাপট (Israel Hamas Conflict)
২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ ইজরায়েলে হামাসের ভয়াবহ হামলায় প্রায় ১,২০০ জন প্রাণ হারান এবং ২৫০ জনকে বন্দি করা হয়(Israel Hamas Conflict)। মার্কিন সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান অনুযায়ী, এখনও প্রায় ৫০ জন ইজরায়েলি নাগরিক হামাসের হাতে বন্দি।
ঘটনার পর ইজরায়েল পাল্টা হামলা শুরু করে। চলতি বছরের জানুয়ারি মাসে দুই পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হলেও মার্চ মাসে ইজরায়েল তা ভঙ্গ করে হামলা চালায়। এরপর থেকে শান্তি আলোচনা বারবার ভেস্তে যায়।
বর্তমান পরিস্থিতি (Israel Hamas Conflict)
হামাসের সাম্প্রতিক শর্তের পর আলোচনার পথ প্রায় বন্ধ হয়ে গেছে। ট্রাম্পের প্রকাশ্য সমর্থন পেয়ে ইজরায়েল তাদের সামরিক অভিযান আরও জোরদার করতে পারে বলে আশঙ্কা কূটনৈতিক মহলের। অন্যদিকে, হামাসের বক্তব্য— তাদের অস্তিত্ব রক্ষার লড়াই চলবে।