ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ক্রমবর্ধমান ক্ষুধা নিয়ে উদ্বেগের মধ্যে, রবিবার ইজরায়েলি সেনাবাহিনী (Barack Obama On Gaza Humanitarian Crisis) গাজার তিনটি জনবহুল এলাকায় দিনে ১০ ঘন্টা করে সীমিত বিরতি শুরু করেছে।
গাজায় মানবিক সংকট নিয়ে উদ্বেগ (Barack Obama On Gaza Humanitarian Crisis)
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার গাজায় চরম মানবিক সংকটের মধ্যে ‘প্রিভেন্টেবল’ অনাহার মৃত্যু রুখতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন (Barack Obama On Gaza Humanitarian Crisis)। তিনি বলেন, “গাজা সংকটের একটি স্থায়ী সমাধানের জন্য সমস্ত বন্দির মুক্তি এবং ইজরায়েলের সামরিক অভিযান বন্ধ হওয়া জরুরি। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল, নিরীহ মানুষ যাতে অনাহারে না মারা যায়, তার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া।” এই মন্তব্যের সঙ্গে তিনি একটি মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনও শেয়ার করেন।
“সহায়তা পৌঁছাতে দিতে হবে গাজাবাসীদের কাছে” (Barack Obama On Gaza Humanitarian Crisis)
বারাক ওবামা জোর দিয়ে বলেন, গাজার মানুষের কাছে সাহায্য পৌঁছানোর অনুমতি দিতেই হবে (Barack Obama On Gaza Humanitarian Crisis)। তিনি স্পষ্ট বলেন, “সাধারণ পরিবারের কাছে খাবার ও জল পৌঁছাতে না দেওয়ার কোনও যুক্তিসঙ্গত কারণ নেই।”
হু-এর সতর্কবার্তা: অপুষ্টি পৌঁছেছে বিপজ্জনক মাত্রায়
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) রবিবার জানিয়েছে, গাজায় অপুষ্টির হার এখন ‘ভয়ানক পর্যায়ে’ পৌঁছেছে। সংস্থাটি জানায়, ইচ্ছাকৃতভাবে সহায়তা আটকে রাখার এই পদক্ষেপ বন্ধ হওয়া সম্ভব এবং এটি ইতিমধ্যেই বহু প্রাণ কেড়ে নিয়েছে। এই বছর অপুষ্টি-সম্পর্কিত ৭৪টি মৃত্যুর মধ্যে ৬৩টি ঘটেছে জুলাই মাসেই। এর মধ্যে রয়েছে পাঁচ বছরের কম বয়সি ২৪ জন শিশু, পাঁচ বছরের বেশি বয়সি এক শিশু এবং ৩৮ জন প্রাপ্তবয়স্ক। হু আরও জানায়, গাজায় এখন প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন তীব্র অপুষ্টিতে ভুগছে। বিশেষ করে চার থেকে ছয় বছর বয়সি শিশুদের মধ্যে অপুষ্টির হার জুন মাসের তুলনায় তিন গুণ বেড়ে গিয়েছে। এই এলাকাকেই এখন প্যালেস্টাইনের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বলা হচ্ছে।
আরও পড়ুন: Thailand Cambodia Border Dispute : থাইল্যান্ড-কাম্বোডিয়া সীমান্ত বিরোধের শুরু কীভাবে?
খাদ্য বিশেষজ্ঞদের পূর্বাভাস: দুর্ভিক্ষের আশঙ্কা
বিভিন্ন খাদ্য বিশেষজ্ঞ কয়েক মাস ধরেই গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা করে আসছেন। দুই মিলিয়নের বেশি মানুষের বাস এই অঞ্চলে, যেখানে ইজরায়েল বারবার সহায়তা আটকে দিচ্ছে, এই অভিযোগে যে হামাস সেই সাহায্য জোর করে দখল করে নিজেদের নিয়ন্ত্রণ বাড়াচ্ছে।
ইজরায়েলের দশ ঘণ্টার ‘ট্যাকটিক্যাল বিরতি’
চরম সমালোচনার মুখে পড়ে এবং গাজায় বাড়তে থাকা ক্ষুধা ও মৃত্যুর চিত্র সামনে আসার পর ইজরায়েলি সেনাবাহিনী রবিবার ঘোষণা করে, গাজার তিনটি জনবসতিপূর্ণ এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টার জন্য সাময়িক যুদ্ধবিরতি পালন করা হবে। সেনাবাহিনী জানিয়েছে, এই ‘ট্যাকটিক্যাল বিরতি’র মাধ্যমে গাজায় মানবিক সাহায্যের প্রবাহ কিছুটা বাড়ানো যাবে। এই বিরতি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্যকর থাকবে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, “আমরা যেই পথই নিই না কেন, আমাদের অবশ্যই ন্যূনতম মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দিতে হবে।”