ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুর্নীতির অভিযোগে এবার অবস্থান বিক্ষোভ শুরু ডায়মন্ড হারবার হাসপাতালে। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের অধ্যক্ষ তথা ডায়মন্ডহারবার মেডিকেল কলেজে কর্তৃপক্ষের দুর্নীতির বিরুদ্ধে ১২ দফা দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচির শুরু করেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার সহ স্থায়ী,অস্থায়ী কর্মচারীরা। তাদের দাবি, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে মাতা ও শিশু প্রকল্পের কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে।
বিক্ষোভকারীদের আরও দাবি, এই দুর্নীতির সঙ্গে যুক্ত কলেজেরই অধ্যক্ষ। ডায়মন্ডহারবার হাসপাতালের প্রিন্সিপালের বিরুদ্ধে উঠেছে ‘থ্রেট কালচার’ চালানোর মতোন মারাত্মক অভিযোগ। আর এই অভিযোগের ভিত্তিতে সোমবার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের আকাদেমিক বিল্ডিংয়ের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেন এমবিবিএস পাঠরত পড়ুয়া ডাক্তাররা, বিএসসি নার্সিং স্টুডেন্ট, জুনিয়র ডাক্তার, স্থায়ী ও অস্থায়ী কর্মচারীরা।
আরও পড়ুন: https://tribetv.in/posters-against-trinamool-minister-in-bakura-before-the-byelections/
১২ দফা দাবির সদুত্তরের দাবিতে একাদেমিক বিল্ডিংয়ের মূল গেটে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। যতক্ষণ পর্যন্ত না কর্তৃপক্ষের কাছ থেকে সঠিক উত্তর পাবেন আগামী দিন দুর্নীতিমুক্তের আশ্বাস পাবেন, ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁরা।