ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলা ধারাবাহিক উড়ানে আসছে মহাপর্ব (Uraan Upcoming Climax Scene)। থাকছে নতুন চমক। আনন্দিত পূজারিণী। বাঙালির বাড়িতে সন্ধ্যেবেলা ধারাবাহিক চলে না এইরকম বাড়ি খুবই কম পাওয়া যায়। আর এই দর্শকদের ধারাবাহিক দেখার উপর নির্ভর করে বিভিন্ন চ্যানেলের টিআরপি-র তালিকা। এর মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সন্ধ্যে আটটা। এই সময়েই সম্প্রচারিত হয় উড়ান ধারাবাহিকটি।
প্রথমেই ধারাবাহিকটি সেভাবে গতি না পেলেও বর্তমানে গল্পের মোড় যত এগোচ্ছে, এই ধারাবাহিক দর্শকদের মনের মনিকোঠায় তত বেশি জায়গা করে নিচ্ছে। চলতি মাসের ২৫ তারিখ আসতে চলেছে এই ধারাবাহিকের মহাপর্ব।
আরও পড়ুন: Entertainment News: নতুন ছবিতে সোহমের সঙ্গে জুটি বাঁধছে প্রিয়াঙ্কা
এই মহাপর্বে দেখা যাবে পূজারিণী (Pujarini) ও মহারাজের (Maharaj ) সম্পর্কের নতুন সমীকরণ। এই নতুন সমীকরণ সম্পর্কের মোড় কোন দিকে নেবে? প্রেমের বন্ধনে একে অপরের প্রতি কতটা আকৃষ্ট হবে? মহারাজকে জব্দ করতে করতে কী পূজারিনী মহারাজের প্রেমে পড়ে গেল?
এই বিষয়ে পূজারিণী জানায় তাদের সম্পর্ক আরও গভীর হবে। কিন্তু তার মাঝেও থাকবে ধামাকাদার টুইস্ট। এই টুইস্টের জন্যই দর্শক ভীষণ খুশি হবেন, এমনটাই দাবি করেছেন অভিনেত্রী।
আরও পড়ুন: কঠিন সময় পার করে ফের অভিনয় জগতে অঞ্জনা বসু
এছাড়াও অভিনেত্রী রত্নপ্রিয়া (Ratnapriya), প্রতীকের(Pratik) সঙ্গে তাঁর রোমান্টিক সিন করার অভিজ্ঞতা সম্পর্কে জানান যে প্রতীক তাঁর তুলনায় অনেক সিনিয়র হওয়ায় রত্নপ্রিয়াকে যে কোনও রোমান্টিক সিন করার সময় ভীষণ ভালোভাবে গাইড করেন। রত্নপ্রিয়ার কাজ করতে সেভাবে অসুবিধে হয় না।
রত্নপ্রিয়া বরাবরই ভয় থাকেন। তাঁর এটা প্রথম কাজ, কিন্তু প্রতীক ও উড়ানের বাকি টিম মেম্বারদের সহযোগিতায় সেই ভয়টা তিনি আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারছেন। তিনি জানিয়েছে তিঁনি সবসময় চেষ্টা করেন, যাতে তাঁর ও প্রতীকের অন ক্যামেরা সম্পর্কের সমীকরণ দর্শকের মন ছুঁয়ে যেতে পারে।