ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সরকারি চাকরি খুঁজছেন সোহম! অভিনয় কী তবে বাদ দিলেন? এবার সরকারি চাকরির জন্য চেষ্টা করবেন অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। প্রথমেই অবাক হবেন না। এটা তাঁর অভিনয়ের একটি অংশ। এবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে সোহম চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, বিবৃতি ও দেবাশীষ মন্ডলকে। প্রথমবার বড় পর্দা এই চারজন একসঙ্গে কাজ করবেন।
পুজোর পরই দর্শকদের জন্য রয়েছে আরও সুখবর। নতুন ছবিতে জুটি বাঁধছে সোহম চক্রবর্তী ও প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। একগুচ্ছ অভিনেতা অভিনেত্রী নিয়ে আসছে নতুন ছবি ‘সে তো আজও বোঝে না'(Se To Ajo Bojhe Na)। ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে সোহম চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, বিবৃতি চ্যাটার্জি (Bibriti Chatterjee), দেবাশীষ মন্ডলকে (Debashish Mondal)। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক রন রাজ।
আরও পড়ুন: https://tribetv.in/television-actress-anjana-basu-restart-her-acting-after-a-long-times/
ছবিটির বিষয়বস্তু আশেপাশের মানুষের গল্পের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। মৈনাক মালদহ থেকে কলকাতায় সরকারি চাকরির প্রস্তুতির জন্য আসে । সঙ্গে আসে স্কুল-কলেজবেলার বন্ধু জাহিরও। কলকাতাতে এসে দেখা হয় তাঁদের ছোট বেলার বন্ধু মেঘলার সঙ্গে। ছবিতে মেঘলা সরকারি কেরানীর পদে চাকরি করেন। মেঘলা সব সময় চায়, যাতে তার বন্ধুরাও সরকারি চাকরি পাক এবং আত্মনির্ভর হোক। কিন্তু মৈনাক সবসময় এমন কিছু করতে চায়, যেখানে কাউকে চাকরি যেন না করতে হয়। সেই চাকরি সরকারি হলেও আপত্তি আছে ।
মেঘলা সবসময় হাতখরচার জন্যে মৈনাকের পকেটে জোর করে টাকা ঢুকিয়ে দেয়। আর এই বন্ধুত্ব কখন যে প্রেমে পরিণত হয় মৈনাক বুঝতে পারে না । কিন্তু মেঘলার বিয়ের দিন এসে যায় মেঘলার পছন্দের ভালবাসার মানুষের সঙ্গে বিয়ে হয়ে যায়। বিয়ের পর দিন থেকে মেঘলা আর খুঁজে পায়না মৈনাককে । আবার যখন মৈনাকের সঙ্গে মেঘলার দেখা হয়। মেঘলার পরনে সাদা শাড়ি, সিঁথি খালি।
অপরদিকে মৈনাককে দেখা যায় দামি গাড়ি, কোর্ট-বুটে। একদম সাহেবি লুক। কি এমন ঘটল যে, এই দিনটাতে? দুজনের কাছে অনেক প্রশ্ন। নির্বাক ঠোঁট এটাই বলছে হয়তো ‘সে তো আজও বোঝে না’। ছবিটি ঠিক কবে মুক্তি পাবে সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা না গেলেও ছবিটি যে দর্শক মহলে যথেষ্ঠ প্রশংসিত হতে চলেছে তা নিয়ে আশাবাদী ছবির পরিচালক।