Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেখতে দেখতে দোরের গোড়ায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর বাঙালিদের কাছে দুর্গাপুজো মানে সাবেকিয়ানায় ভরপুর। সেখানে নাচ, গান ,আড্ডা, খাওয়া দাওয়া সবমিলিয়ে এক সুন্দর মুহূর্ত কাটানো। এমনই এক সময় নানা রকম পুজোর গানে চারিদিক মাতোয়ারা হয়ে থাকে । অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) শেয়ার করে নিলেন তাঁর পুজোর সবচেয়ে বড় উপহার। অর্থাৎ এ বছরই দুর্গাপুজোতে তাঁকে দেখা যাবে এক অন্যরূপে। বলা যেতে পারে এর আগে কখনও অভিনেত্রীকে এমন ভাবে ধরা দিতে দেখা যায়নি। শ্রীময়ী নিজের ফেসবুক পেজে শেয়ার করে নিলেন তাঁর অভিজ্ঞতা ও সেই সুন্দর মুহূর্তটুকু (Sreemoyee-Rituparna)। কোথায় দেখা যাবে অভিনেত্রীকে ? কাদেরকে দেখা যাবে মিউজিক ভিডিওতে ?
মিউজিক ভিডিও (Sreemoyee-Rituparna)
শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) সাথে যে খুব সুন্দর এক সম্পর্ক রয়েছে, তা সকলেরই জানা (Sreemoyee-Rituparna)। কারণ মাঝে মাঝেই সমাজমাধ্যমে তাঁদেরকে দেখা যায় একে অন্যের সাথে সময় কাটাতে। এমনকি একে অন্যের বাড়িতে খাওয়া-দাওয়া, যাতায়াতও আছে। শ্রীময়ী চট্টরাজ ঋতুপর্ণা সেনগুপ্তর প্রোডাকশন হাউসে একটি মিউজিক ভিডিও শুট করছেন। আর সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন অনুরাগীদের সাথে। সাথে আরও নামিদামি অভিনেত্রীরা রয়েছেন। ভিডিও ক্যাপশনে শ্রীময়ী লেখেন, “নিউইয়র্কে টাইম স্কোয়ারে দুর্গাপুজো। ঋতুপর্ণা সেনগুপ্তর প্রযোজনা ও ফালাকুদার পরিচালনায় হৈ হৈ করে শ্যুট করলাম।” বলা যেতে পারে সামনের দুর্গাপুজোতে এক সুন্দর পুজোর গানের সাথে অভিনেত্রীকে দেখা যাবে।

কী ভিডিও শেয়ার করলে?
ভিডিওতে দেখা যায় ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj), চৈতি ঘোষাল (Chaiti Ghoshal), ও আরও অনেককে। নতুন মিউজিক অ্যালবামে দেখা যাবে এই সমস্ত অভিনেত্রীদেরকে। আর এই মিউজিক ভিডিও আসছে সামনের পুজোতে। শ্রীময়ী চট্টরাজ ,ঋতুপর্ণা সেনগুপ্ত সেজেছেন সাবেকি বাঙালিয়ানায়। অভিনেত্রীদের দেখে বলা যেতেই পারে, পুজোর তোড়জোর শুরু হয়ে গিয়েছে। মা দুর্গাকে বরণ করতে রীতিমত সবাই প্রস্তুত (Sreemoyee-Rituparna)।
আরও পড়ুন: Hero Bikes: সস্তায় ভাল মাইলেজের বাইক খুঁজছেন? তাহলে এই গাড়ি আপনার জন্যই
কেমন সাজে সেজেছেন?
শ্রীময়ী চট্টরাজকে (Sreemoyee Chattoraj) দেখা গিয়েছে সুন্দর লাল পাড় সাদা শাড়িতে, কপালে টিপ, নাকে মারাঠি নথ ,গলায় সাবেকি গহনা। সব মিলিয়ে শ্রীময়ীকে লাগছে অপূর্ব। পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্তকেও ( Rituparna Sengupta) আটপৌরে শাড়ি, সাবেকিয়ানা গয়না, মাথায় ফুল সব মিলিয়ে লাগছে এক অন্যরকম। শ্রীময়ীর এটি প্রথম মিউজিক ভিডিও (Sreemoyee-Rituparna)। অভিনেত্রী শ্রীময়ী বলেছেন ,”এর আগে কখনও মিউজিক ভিডিওতে তিনি শ্যুট করেননি। আর ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে প্রথম মিউজিক ভিডিও শ্যুট করতে পেরে তিনি ভীষণ খুশি।”
কথা রাখা
ঋতুপর্ণ সেনগুপ্ত (Rituparna Sengupta) শ্রীময়ীর ভিডিওতে বলেন,” তিনি কথা দিয়েছিলেন এবং তা রেখেছেনও।” অর্থাৎ কয়েক সপ্তাহ আগে শোনা গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্ত ও শ্রীময়ী চট্টরাজের একসাথে কাজ আসতে চলেছে। যেখানে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে শ্রীময়ীকে । আর এই মিউজিক ভিডিওই সেই কাজ। আর শ্রীময়ীকে নতুন রূপে দেখতে পেয়ে খুশি অনুরাগীরা (Sreemoyee-Rituparna)।