Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মোহনবাগান ফরোয়ার্ডে এবার যুক্ত হলেন ব্রাজিলের ফুটবল তারকা। তার ব্যক্তিগত সাফল্যও চমকপ্রদ (Mohun Bagan)। মোট ৯৭টি ম্যাচে তার ঝুলিতে রয়েছে ৬৪টি গোল।
আরও শক্তিশালী হলো মোহনবাগান দল (Mohun Bagan)
ব্রাজিলিয়ান রবসন রবিনহোকে সই করিয়ে আইএসএলের জন্য মোহনবাগানের বিদেশি কোটা আপাতত পূর্ণ। গ্রেগ স্টুয়ার্টের বদলি হিসাবে ব্রাজিলিয়ান রবসন রবিনহোকে সই করিয়েছে সবুজ মেরুন দল। তার বেড়ে ওঠার দেশ ব্রাজিল, তিনি বেশিরভাগ পেশাদার ফুটবল খেলেছেন ব্রাজিলের হয়ে। ফুটবল জীবনে অসংখ্য সাফল্যের অধিকারী এই ব্রাজিলিয়ান তারকা (Mohun Bagan)।
কয়েকমাস আগে তিনি খেলেছেন নেইমারের বিরুদ্ধে। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স বসুন্ধরা কিংসে খেলার সময় ক্লাবকে পৌঁছে দিয়েছেন অন্য মাত্রায়। তিনি ক্লাবকে এনে দিয়েছেন তিন বছরে সাতটি ট্রফি। তার ব্যক্তিগত সাফল্যও বেশ নজরকাড়া। মোট ৯৭ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ৬৪টি গোল। সতীর্থকে বল সাজিয়ে দিতেও তার জুড়ি মেলা ভার। ৪৯টি বল সাজিয়ে দিয়েছেন সতীর্থর জন্য। এহেন সফলতম ফুটবলার এবার মাঠে নামতে চলেছে সবুজ মেরুন জার্সিতে। যার ফলে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা ক্রমশ বেড়েই চলেছে (Mohun Bagan)।

রবসন রবিনহোকে একটা সময় প্রস্তাব দিয়েছিলেন লাল হলুদ কর্তারা কিন্তু শেষ পর্যন্ত তিনি বেছে নিলেন সবুজ মেরুন দলকেই। ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ মানেই উত্তেকজনার পারদ তুঙ্গে। এবার সেই পারদ আরও কিছুটা চড়বে বলেই মনে করা হচ্ছে। সবুজ মেরুনে আইএসএলের জন্য ৬ জন বিদেশি ফুটবলারের কোটা পূর্ণ হয়ে গেল তিনি দলে যোগ দেওয়ায়।
একদিকে তিনি যেমন খ্যাত গোলমেশিন হিসেবে তেমনই তিনি পরিচিত গেমমেকার হিসেবেও। তার দলে যোগ দেওয়ায় মোলিনার দল আরও শক্তিশালী হলো বলেই মনে করা হচ্ছে। রবসন দুই উইংয়ে যেমন দক্ষ তেমনই নম্বর টেন পজিশনেও নিজের দক্ষতা প্রমাণ করেছে ৩০ বছর বয়সী এই তারকা ফুটবলার (Mohun Bagan)।
আরও পড়ুন : Daily Horoscope: শনিবারের বারবেলায় কার ভাগ্যে কী আছে লেখা?
মোহবাগানে জয়েন করার পর রবসন নিজের সাক্ষাৎকারে বলেছেন যে তিনি যখন বসুন্ধরার হয়ে খেলতেন তখন মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামার অভিজ্ঞতা তার আছে। তিনি বলেছেন ‘তখন থেকেই জানি মোহনবাগান ভারতের সেরা ও সফলতম ক্লাব। ওই ম্যাচে আমি কিরকম খেলেছিলাম তা মোহনবাগান সমর্থকদের মনে আছে।’ এবার সেই সবুজ মেরুন জার্সিতে একইরকম সাফল্য পাবেন বলে আশাবাদী তিনি।
রবসন তার বক্তব্যে আরও বলেন যে ‘মোহনবাগান গতবছর সেরা দুটো লিগ কাপেই চ্যাম্পিয়ন হয়েছে। তাদের গত পাঁচ বছরের সাফল্যের রেকর্ড ভারতের আর কোনও ক্লাবের নেই। সেরা বিদেশিরা খেলে এই ক্লাবের হয়ে। ভারতীয় জাতীয় দলের বেশিভাগ ফুটবলার খেলে মোহনবাগানের হয়ে (Mohun Bagan)। আমি ওদের একজন সতীর্থ হয়ে আসছি ওদের সাহায্য করার জন্য ক্লাবে আরও ট্রফি আনতে চাই ওদের সঙ্গে খেলে।’