Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : বিশ্ব অর্থনীতিতে আমেরিকার ট্রাম্প প্রশাসনের নীতি-সংক্রান্ত অস্থিরতার মধ্যেই ভারত ও জাপান (PM Modi Japan Visit) শুক্রবার গুরুত্বপূর্ণ খনিজ, প্রতিরক্ষা, প্রযুক্তি-সহ ১৩টি প্রধান খাতে সহযোগিতা বাড়ানোর জন্য একটি বিস্তৃত কাঠামো ঘোষণা করেছে। এই উদ্যোগের অংশ হিসাবে, আগামী এক দশকে জাপান ভারতীয় বাজারে ১০ হাজার বিলিয়ন ইয়েন অর্থাৎ প্রায় ৬.২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে। উল্লেখযোগ্যভাবে, জাপান ইতিমধ্যেই ভারতের পঞ্চম বৃহত্তম প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের উৎস, যেখানে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ৪৩.২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ নথিভুক্ত হয়েছে।
হাই-স্পিড রেল ও নতুন প্রজন্মের মোবিলিটি পার্টনারশিপ (PM Modi Japan Visit)
দুই দেশই একসঙ্গে হাই-স্পিড রেল প্রকল্পকে দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে(PM Modi Japan Visit) । পাশাপাশি, আগামী দিনের “মোবিলিটি পার্টনারশিপ”-এর আওতায় বন্দর উন্নয়ন, বিমান চলাচল এবং জাহাজ নির্মাণ ক্ষেত্রেও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার হবে। বিশেষ করে, ভারতের অবকাঠামো ও প্রযুক্তি খাতে জাপানের উন্নত অভিজ্ঞতা ব্যবহার করে নতুন শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা বাড়বে।
চন্দ্রযান-৫ এ মহাকাশে নতুন সহযোগিতা (PM Modi Japan Visit)
এই সম্মেলনের অন্যতম বিশেষ চুক্তি হলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) ও জাপান এয়ারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা)-র মধ্যে চন্দ্রযান-৫ প্রকল্পে সহযোগিতা(PM Modi Japan Visit) । উভয় দেশের মতে, এই উদ্যোগ কেবল বৈজ্ঞানিক উন্নয়ন নয়, বরং মানবজাতির মহাকাশ অভিযানে সম্মিলিত অগ্রগতির প্রতীক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে বলেন, “চন্দ্রযান-৫ মিশনে সহযোগিতা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে মহাকাশ গবেষণার এক নতুন যুগে প্রবেশ করাবে।”

আরও পড়ুন : PM Modi Japan Visit : ইশিবার সঙ্গে মোদির বৈঠকে ‘বুলেট ট্রেন’ প্রসঙ্গ! আরও কী কী বিষয়ে আলোচনা ?
শীর্ষ সম্মেলন ও যৌথ প্রতিশ্রুতি (PM Modi Japan Visit)
জাপানের রাজধানীতে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ১৫তম ভারত-জাপান শীর্ষ সম্মেলনে অংশ নেন(PM Modi Japan Visit) । বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও উদীয়মান প্রযুক্তি খাতে সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বহু সমঝোতা হয়। বৈঠক শেষে দুই নেতা যৌথ সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে একাধিক সহযোগিতা চুক্তির ঘোষণা দেন। ইশিবা তাঁর ছয় বছর আগে বারাণসী সফরের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন এবং ভারত-জাপান সম্পর্কের ঐতিহ্যবাহী উষ্ণতার দিকটি তুলে ধরেন।

আরও পড়ুন : Modi Gift Japan First Lady : জাপানের প্রধানমন্ত্রীর স্ত্রীকে মোদির বিশেষ উপহার! কী উপহার দিলেন?
ভবিষ্যৎ সম্ভাবনা (PM Modi Japan Visit)
ভারত ও জাপানের এই নতুন উদ্যোগ কেবল অর্থনৈতিক বা প্রতিরক্ষা সহযোগিতায় সীমাবদ্ধ নয়, বরং প্রযুক্তি, পরিবহন, মহাকাশ গবেষণা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রেও দ্বিপাক্ষিক অঙ্গীকারকে নতুন মাত্রা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পদক্ষেপ এশিয়ায় শক্তির ভারসাম্যে ভারত-জাপান জোটকে আরও কার্যকর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলবে।