ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রয়াত মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী (Mithun Chakraborty’s ex-wife) হেলেনা লিউক (Helena Luke)। মাত্র চার মাসের সংসার ছিল তাঁদের। হেলেনা ছিলেন অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নায়িকা (Heroine)। ৩ নভেম্বর অর্থাৎ রবিবার (Sunday) যুক্তরাষ্ট্রে তাঁর প্রয়াণ ঘটে।
নতুন করে চর্চা (Helena Luke)
তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই নতুন করে চর্চায় রয়েছে তাঁর একাধিক সাক্ষাৎকার। কেনই বা তাদের সংসার মাত্র চার মাস টিকে ছিল? অথচ একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন। অনেক আশা নিয়েই সংসারও শুরু করেছিলেন। সেই সংসারের মেয়াদ হয়েছিল মাত্র চার মাস। হেলেনা (Helena Luke) তাঁর একাধিক সাক্ষাৎকারে (Interview) এই সম্পর্ক নিয়ে বহু অভিযোগ তুলেছেন।
কেন মৃত্যু? (Helena Luke)
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মৃত্যু হয়েছে মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রীর। যতদূর জানা যাচ্ছে, এক অজানা অসুস্থতায় তিনি দীর্ঘদিন ভুগছিলেন। তার জেরে মৃত্যু। হেলেনার (Helena Luke) মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই, একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত পুরনো সাক্ষাৎকারগুলো আবার নতুন করে চর্চা হচ্ছে। তিনি বহুবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর তিক্ত বিবাহিত জীবনের (married life) কথা বলেছেন।
আরও পড়ুন: Indrani Haldar Comeback: গায়েব হয়ে গিয়েছিলেন ইন্দ্রানী হালদার, ফিরতেই চেনা দায়! কী হয়েছিল?
আগেই বুঝেছিলেন মৃত্যু আসন্ন?
আরেকটা প্রশ্ন উঠছে। মৃত্যু যে দোড়গোড়ায় কড়া নাড়ছে, হেলেনা কি আগে থেকেই বুঝতে পেরেছিলেন? কারণ মৃত্যুর কিছুদিন আগেই, তিনি সোশ্যাল মিডিয়াতে (Social Media) একটা পোস্ট করেন। লেখেন, “কোনও কারণ ছাড়াই ভীষণ অস্থির লাগছে। কেন এরকম লাগছে জানি না”।
মিঠুনের সঙ্গে বিয়ে
সময়টা ১৯৭৯ সাল। মিঠুনের সঙ্গে হেলেনার (Helena Luke) প্রেম ৭০-এর দশকে। প্রথম প্রথম সবকিছু ঠিকই ছিল। কিন্তু বিয়ের চার মাসের মাথায় তাঁরা ঠিক করেন ডিভোর্স (Divorce) করবেন। মুম্বইয়ের (Mumbai ) বহু সংবাদমাধ্যমে হেলেনা জানিয়েছিলেন, ” আমার শুধু মনে হয়, এটা যদি না হত!” মাঝখানে হেলেনার সঙ্গে মিঠুনের পুনর্মিলনের একটা গুজব রটে। তখনও হেলেনা স্পষ্ট করে বলেন, “আমি তাঁর কাছে কখনও ফিরে যাব না। যদি সে আশেপাশের সবচেয়ে ধনী মানুষ হন, তাও নয়। আমি খোরপোশ চাইনি। ওটা একটা দুঃস্বপ্ন ছিল। আর তা শেষ হয়ে গিয়েছে।” হেলেনা বারংবার তার এই চার মাসের বৈবাহিক সম্পর্ককে দুঃস্বপ্ন বলেছিলেন।
আরও পড়ুন: Singham Again vs Bhool Bhulaiyaa 3: ভুলভুলাইয়াকে জোর টক্কর সিংঘমের, কার্তিকের থেকে অজয়ের আয় বেশি!
তাঁর বক্তব্য
এও বলেছিলেন, “আমি সত্যিই তাঁকে বিশ্বাস করেছিলাম। যখন তিনি আমাকে বলেছিলেন যে, তিনি আমাকে ভালোবাসেন, কিন্তু যখন আমি তাঁকে ভালো করে চিনতে পারলাম, তখন বুঝলাম, তিনি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসেন না। তিনি অত্যন্ত অপরিণত ছিলেন এবং যদিও আমি তাঁর থেকে বয়সে অনেকটা ছোট ছিলাম। আমি অনেক বেশি ম্যাচিউর ছিলাম। খুব অধিকার বোধ ছিল ওর। বুঝতে পারলাম, তার মধ্যে একটা অপরাধবোধ আছে। আর আমার পিছনে আমাকে বোকা বানাচ্ছে। আর ভাবছে, আমিও বোধহয় তা করি”।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
মমতা শঙ্করের সঙ্গে বিয়ে!
হেলেনার বিয়ের আগেই কিন্তু মমতা শঙ্করের সঙ্গে মিঠুনের বিয়ের কথা পাকা হয়। যদিও সেই সম্পর্ক ভেঙে যায়। তারপর ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে মমতাশঙ্কর বিয়ে করেন চন্দ্রদয় ঘোষকে। ঠিক তার এক বছর পরে অর্থাৎ ১৯৭৯ সালে মিঠুন আর হেলেনার বিয়ে হয়। আর ওই বছরই ডিভোর্স হয়। আবার যোগিতা বালির সঙ্গে দ্বিতীয় বার বিয়ে করেন মিঠুন চক্রবর্তী। হেলেনা অমিতাভ বচ্চনের সঙ্গে ১৯৮৫ সালে মর্দ ছবিতে অভিনয় করেছিলেন।