ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি কর কাণ্ডের প্রতিবাদের রেশ এখনও কাটেনি তারমধ্যেই ফের ধর্ষণের অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ (Harassment Case) করা হয় বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগের পরও অধরা অভিযুক্ত। অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। হবিবপুর থানার অভিযোগ জানালেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মালদহ জেলা পুলিশ সুপারের দ্বারস্থ নির্যাতিতা মহিলা।
নির্যাতিতা গৃহবধূর অভিযোগ, কালীপুজোর রাতে বাড়িতে একাই ছিলেন তিনি। রাত নটা নাগাদ জোরপূর্বক তার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে সিভিক ভলেন্টিয়ার। তার চিৎকারে প্রতিবেশী এবং তার বাবা-মা ছুটে এলে পালিয়ে যায় সিভিক ভলেন্টিয়ার। ঘটনার প্রতিবাদ করায় তার বাবা-মা এবং তাকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পরের দিন থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে তাকে দীর্ঘক্ষন থানায় বসিয়ে রাখা হয় বলেও অভিযোগ করেছেন নির্যাতিতা মহিলা। শেষমেষ অভিযোগ নিলেও অভিযুক্ত ওই সিভিকের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই পুলিশ গ্রহণ করেনি বলে অভিযোগ।
আরও পড়ুন: Burdwan News: ভাইফোঁটা দিতে যাওয়ার পথে প্রৌঢ়াকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ২
আরও পড়ুন: Rape Case: টিউশন পড়তে যাওয়া পথে ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! গ্রেফতার তৃণমূল নেত্রীর ভাইপো
হবিবপুর থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ওই নির্যাতিতা মহিলা সোমবার মালদহ পুলিশ সুপারের দ্বারস্থ হন। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। যদিও এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে বারবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি। এখনও অধরা অভিযুক্ত।