Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ভারত–পাকিস্তান ম্যাচকে ঘিরে করমর্দন বিতর্কে তুঙ্গে উঠেছিল উত্তেজনা (Ind vs Pak Asia Cup)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে দাবি জানিয়েছিল, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে এশিয়া কাপের বাকি ম্যাচ থেকে সরাতে হবে। কিন্তু শেষ পর্যন্ত সেই দাবি সরাসরি নাকচ করে দিল আইসিসি।
আইসিসির স্পষ্ট বার্তা (Ind vs Pak Asia Cup)
আইসিসি তদন্ত শেষে পিসিবিকে জানিয়ে দিয়েছে, অ্যান্ডি পাইক্রফ্টকে সরানোর কোনও প্রশ্নই নেই(Ind vs Pak Asia Cup)। ভারতীয় খেলোয়াড়দের বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেওয়া হবে না। তদন্তে উঠে এসেছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসসি) কিছু কর্তা এবং এমনকি পিসিবিরই কিছু কর্মকর্তা আগেভাগেই জানতেন, দুই অধিনায়কের মধ্যে করমর্দন হবে না।
পিসিবির অভিযোগ(Ind vs Pak Asia Cup)
ভারত–পাকিস্তান ম্যাচ শেষে পিসিবি চিঠি দিয়ে অভিযোগ তোলে, ভারতীয় খেলোয়াড়রা ‘কোড অব কন্ডাক্ট’ ভঙ্গ করেছেন। অভিযোগে বলা হয়, ম্যাচ রেফারি পাইক্রফ্ট পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে পরামর্শ দিয়েছিলেন সuryakumar Yadav-এর সঙ্গে করমর্দন না করতে। সেই সঙ্গে অভিযোগ ওঠে, ম্যাচ শেষে ভারতীয় দল পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করে এবং ড্রেসিংরুমেই থেকে যায়।

আরও পড়ুন : Trump On Strike In Qatar : দোহায় ইজরায়েলের হামলা নিয়ে নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প
শর্তসাপেক্ষ হুঁশিয়ারি
পিসিবি তাদের চিঠিতে স্পষ্ট জানিয়েছিল, পাইক্রফ্টকে না সরালে তারা এশিয়া কাপ থেকে দল প্রত্যাহারের পথে হাঁটতে বাধ্য হবে। আগামীকাল, বুধবার (১৭ সেপ্টেম্বর) পাকিস্তানের পরবর্তী ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিরুদ্ধে। এখন সেই ম্যাচ খেলা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
পিসিবির অভ্যন্তরীণ পদক্ষেপ
করমর্দন বিতর্কে সময়মতো ব্যবস্থা না নেওয়ার দায়ে পাকিস্তান বোর্ড নিজেদেরই পরিচালক উসমান ওয়াহলাকে সাময়িক বরখাস্ত করেছে। ভারতের কাছে সাত উইকেট হারের পর এই সিদ্ধান্ত নিয়েছে মোহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড।
আরও পড়ুন : World Top 10 Missile : বিশ্বের সবচেয়ে উন্নত ১০ ক্ষেপণাস্ত্র কোন গুলি?
বিতর্কের সূচনা(Ind vs Pak Asia Cup)
১৪ সেপ্টেম্বর ভারত–পাকিস্তান ম্যাচে টসে বড় বিতর্কের সূত্রপাত হয়(Ind vs Pak Asia Cup)। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব টসে জেতার পর করমর্দন থেকে বিরত থাকেন। ম্যাচ শেষে ভারতের জয়ের পরেও দলের খেলোয়াড়রা পাকিস্তানের সঙ্গে হাত মেলাননি। এতে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান অধিনায়ক সালমান আগা পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে অনুপস্থিত ছিলেন।
প্রতিক্রিয়া ও প্রতিস্বর(Ind vs Pak Asia Cup)
ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব নিজের অবস্থান ব্যাখ্যা করলেও পাকিস্তান কোচ মাইক হেসন প্রকাশ্যে হতাশা প্রকাশ করেন(Ind vs Pak Asia Cup)। পিসিবি প্রধান মোহসিন নকভি এক্স-এ লিখেছেন, “আজকের খেলায় খেলোয়াড়সুলভ মানসিকতার অভাব দেখে হতাশ হলাম। খেলায় রাজনীতি টেনে আনা ক্রিকেটের চেতনার পরিপন্থী।”
এখন পাকিস্তানের সামনে দুটি পথ—
১. আত্মসম্মান ভুলে টুর্নামেন্টে খেলা চালিয়ে যাওয়া,
২. নীতি আঁকড়ে ধরে এশিয়া কাপ থেকে দল প্রত্যাহার করে নেওয়া।
ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তার রেশ এশিয়া কাপের বাকি অংশেও প্রবলভাবে অনুভূত হচ্ছে। আগামী দিনের সিদ্ধান্তেই নির্ধারিত হবে, পাকিস্তান মাঠে নেমে লড়াই চালাবে, নাকি প্রতিবাদে সরে দাঁড়াবে।