ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একেই বলে হয়ত বাম্পার সারপ্রাইজ। একসঙ্গে নতুন ১৮টা ছবির ঘোষণা মুখের কথা নয়। আর সেটা করে দেখাল এসকে মুভিজ (Eskay Movies)। কোনটা ছেড়ে কোনটা দেখবেন? এখন বাংলা সিনে প্রেমিদের কাছে বড় প্রশ্ন। কারণ এই ১৮টি ছবিতেই বহু নামজাদা তারকারা অভিনয় করেছেন। শেষ পাতে বড় চমক। বাংলাদেশের (Bangladesh) শাকিব খানের ( Shakib Khan) ছবি ‘দরদ’। যেখানে দেখা যাবে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে।
হাল ফেরাচ্ছে এসকে (Eskay Movies)
বাংলা সিনেমার হাল ফেরাচ্ছে এসকে মুভিজ (Eskay Movies)। ২০২৫ ও ২০২৬ সালকে বাংলা সিনেমার একটি মোড় ঘোরানো বছর বলা যেতে পারে। এসকে মুভিজের তরফ থেকে এই দুই বছরে মুক্তি পাচ্ছে ১৮টি সিনেমা। এই ১৮টি সিনেমার ঘোষণা হল একই দিনে। এই উপস্থিত হয়েছিলেন টলিউডের (Tollywood ) একাধিক পরিচিত মুখেরা। এর সঙ্গে বাংলাদেশ থেকে উড়ে এসেছিলেন স্বয়ং শাকিব খান। দরদ মুক্তি পেতে চলেছে সামনেই। দরদের মুক্তি ঘটতে চলেছে এসকে মুভিজের হাত ধরে। সেই কারণেই কলকাতায় এই অনুষ্ঠানে এসে উপস্থিত হলেন অভিনেতা শাকিব খান।
আরও পড়ুন: Subhashree Ganguly Daughter: আদর্শ মা শুভশ্রী, মেয়ে ইয়ালিনি বড় হচ্ছে! প্রমাণ দিলেন ভিডিয়োতে
অভিনয়ে কারা? (Eskay Movies)
এই দিন টলিউডের যে ১৮টি ছবি মুক্তি পেতে চলেছে, তার মধ্যে ছবিতে অভিনয় করতে দেখা যাবে অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা, শ্রাবন্তী, দিতিপ্রিয়া, জিতু কামাল, অনির্বাণ চক্রবর্তী, শন ব্যানার্জি, দর্শনা বণিক, পরমব্রত, রাইমা সেন, রুদ্রনীল সহ একাধিক পরিচিত অভিনেতা অভিনেত্রীদের। এই ১৮টি ছবির মধ্যে রয়েছে আবার হাওয়া বদল, দরদ, ডিআরডি, অন্নপূর্ণা, উড়ান ছু, চন্দ্রবিন্দু, ভালোবাসি তোকে ভালোবেসে, তবু ভালোবাসি, যদি এমন হত, গৃহস্থ, বাবু সোনা, সরলাক্ষ হোমস।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
রয়েছে পরমব্রতর দুটি ছবি
এই তালিকায় পরমব্রত চট্টোপাধ্যায়ের দুটি ছবি রয়েছে। প্রথমত ‘এখানে অন্ধকার’। দ্বিতীয়ত ‘আবার হাওয়া বদল’। প্রথম ছবিটিতে পরমব্রতর সঙ্গে অভিনয় করতে দেখতে পাবেন ঋত্বিক চক্রবর্তী ও পায়েল সরকার। আর একটি ছবিতে রয়েছেন রুদ্রনীল ঘোষ ও রাইমা সেন। পরিচালক মৈনাক ভৌমিকের ‘গৃহস্থ’ ছবিতে ঋতাভরী চক্রবর্তীকে দেখবেন একদম অন্য লুকে। পরিচালক রবীন্দ্র নাম্বিয়ার প্রেমের গল্পে দেখতে পাবেন শন বন্দ্যোপাধ্যায়, ঋষভ বসু ও দিতিপ্রিয়া রায়কে। ছবির নাম ‘যদি এমন হতো’। এছাড়াও তালিকায় রয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলার ‘চন্দ্রবিন্দু’। পরিচালনায় রাজা চন্দ। রয়েছে পরিচালক সায়ন্তন ঘোষালের ‘ভালোবাসি তোকে ভালোবেসে’। যেখানে নজর কাড়বে রাজনন্দিনী পাল ও ঋষভ বসু জুটি। নজরে রয়েছে শ্রাবন্তী ও দিতিপ্রিয়ার ‘ডিয়ার ডি’।
আরও পড়ুন: Mallika Sarabhai: ‘মেয়েদের জাগতে হবে’! নৃত্যের ছন্দে বার্তা মল্লিকা সারাভাই-এর, মন্ত্রমুগ্ধ কলকাতা!
পরিশ্রমের ফল
দীর্ঘ কয়েক বছরের পরিশ্রম হল এসকে মুভিজের এই ১৮টি ছবি। বাংলা সিনেমা ক্ষেত্রে অশোক ধানুকা নাম বেশ গুরুত্বপূর্ণ। আর সেই মানুষটি আবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন, বাংলা সিনেমার জন্য। যখন হল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক সেই সময়েই ১৮টি ছবি বাংলা ছবি উপহার দিতে চলেছে এসকে মুভিজ। প্রত্যেকটি ছবিতে রয়েছে ভিন্ন ধারার গল্প। ভিন্ন লড়াইয়ের গল্প। আবার কখনও রয়েছে মিষ্টি ভালবাসার গল্প। তার সঙ্গে দরদ ছবির মাধ্যমে তারা ফিরিয়ে আনছেন অ্যাকশন মুভিকে। এই ঝলমলে সন্ধ্যায় উপস্থিত হওয়া প্রতিটি মানুষ চেয়েছেন যে বাংলা সিনেমা আবার ঘুরে দাঁড়াক। প্রত্যেকটি ছবি যাতে দর্শক হলে এসে দেখে যায়, সেই প্রার্থনা করেছেন।