ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভাটপাড়ায় তৃণমূল নেতাকে গুলি করার ঘটনায় গ্রেফতার ১। বুধবার সকালে জগদ্দল থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা অশোক সাউ। সেই খুনের ঘটনায় জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা হয় কাউসার আলী নামে এক দুষ্কৃতীকে। জানা গিয়েছে, মৃতের পরিবারের তরফ থেকে যাদের নামে অভিযোগ জানানো হয়েছিল তার মধ্যে অন্যতম এই কাউসার আলী।
এছাড়াও সুজল প্রসাদ নামে আরও এক অভিযুক্তের নাম সামনে উঠে আসছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,
২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় খুন হন আকাশ প্রসাদ। সেই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন নিহত তৃণমূল নেতা অশোক সাউ। পুলিশের প্রাথমিক তদন্ত অনুমান, আকাশ যাদবের খুনের বদলা নিতেই সুজল প্রসাদ খুন করেছে অশোক সাউকে।
সুজল প্রসাদের খোঁজে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে জগদ্দল থানার পুলিশ। অন্যদিকে, বৃহস্পতিবার জগদ্দল থানার পুলিশ কাউসার আলীকে US 115(5)/117(2)/178(2)/109/103/61(2)BNS 25/27Arms ACT and3/4 BNS Act ধারায় বারাকপুর আদালতে পাঠানো তোলা হয়।
আরও পড়ুন: https://tribetv.in/tmc-leader-death-on-shootout-at-bhatpara/
উল্লেখ্য, নৈহাটিতে উপনির্বাচন চলাকালীনই ভাটপাড়ায় গুলি চলে (Shootout)। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতির। অভিযোগ, বাইকে এসে কয়েকজন দুষ্কৃতী তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায়। সে সময় বোমাবাজি হয় বলেও অভিযোগ।
আরও পড়ুন: https://tribetv.in/ed-raids-3-places-in-bengal-in-lottery-scam/
ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় জগদ্দলের পালঘাট রোডে। বুধবার থানা চত্বরে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন তৃণমূল নেতা অশোক সাউ। অভিযোগ, হঠাৎ ওই চায়ের দোকানে ঢুকে পড়ে জনাকয়েক দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই হামলা শুরু করে তারা। চায়ের দোকানের ভিতরে এবং বাইরে শুরু হয় বোমাবাজি। এখানেই শেষ নয়। ওই চায়ের দোকানের জিনিসপত্র তছনছ করে দেয় দুষ্কৃতীরা।