ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সাতসকালে ফের রেল অবরোধ। মাঝেরহাট লোকালের দাবিতে রেল অবরোধ অশোকনগরে (Ashoknagar)। একের পর এক ট্রেন দাঁড়িয়ে স্টেশনে। ব্যস্ত সময়ে কার্যত থমকে যায় শিয়ালদহ উত্তর শাখায় ট্রেন চলাচল। অফিস টাইমে চরম ভোগান্তির মুখে পড়ে বনগাঁ-শিয়ালদহ রুটের যাত্রীরা। প্রায় দু’ঘণ্টা অবরোধ (Train blockade) চলার পরে ঘটনাস্থলে আসে জিআরপি। লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয় অবরোধকারীদের। অনেকে জখম হয়েছেন বলে খবর। কয়েক জনকে আটকও করা হয়। ২ ঘণ্টা পর সকাল সাড়ে ৯টা নাগাদ গড়ায় ট্রেনের চাকা। ট্রেনের চাকা গড়ায়।
প্রায় ২ বছর ধরে বন্ধ বনগাঁ থেকে মাঝেরহাট (Majerhat) যাওয়ার লোকাল। বা অধিকাংশ দিন বনগাঁ থেকে ছাড়া মাঝেরহাট লোকাল মাঝেরহাট স্টেশন পর্যন্ত যায় না। কখনও বারাসত, কখনও কলকাতা স্টেশনে গিয়ে থেমে যায় ট্রেন। এ ভাবে মাঝেরহাট লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে বলে অভিযোগ। এমনকি শুক্রবার সকালেও ঘোষণা করা হয়, ট্রেনটি বারাসত পর্যন্ত যাবে। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা। সকাল ৭টা থেকে অশোকনগরে রেল অবরোধ (Train blockade) করে তারা।
আরও পড়ুন: Local Train Cancelled: চলবে ইন্টারলকিংয়ের কাজ, বাতিল প্রায় ২০০ ট্রেন
আরও পড়ুন: মদ খেয়ে বাড়ি ফিরে গৃহবধূদের ওপর অত্যাচার! প্রতিবাদে বিক্ষোভে শতাধিক প্রমিলাবাহিনী
জানা গিয়েছে, আটটা নাগাদ ডাউন মাঝেরহাটটি অশোকনগরে ঢোকার মুখেই অবরোধ (Train blockade) শুরু হয়। ফলে স্টেশনে ঢোকার আগেই সেটি আটকে যায়। আপ লাইনেও একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ে। এদিকে অশোকনগরে (Ashoknagar) ঢোকার মুখে ট্রেন আটকে যাওয়ায় খোলা যায়নি রেলগেট। যশোর রোডে ব্যাপক যানজট তৈরি হয়। অবরোধের জেরে বনগাঁ-শিয়ালদহ (Bangaon-Sealdah line) লাইনে ট্রেন পরিষেবা কার্যত বন্ধ হয়ে যায়। কর্মস্থলের উদ্দেশে বেরিয়ে বিপাকে পড়েন বহু নিত্যযাত্রী।