ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হিংসার আগুনে পুড়ছে মণিপুর। উত্তর-পূর্বের এই রাজ্য থেকে লাগাতার লুটপাট, অশান্তির খবর সামনে আসছে। মিলেছে মৃত্যুর খবরও। ২০২৩ সালের ৩ মে থেকে শুরু হয় মণিপুরে হিংসার ঘটনা। মাঝখানে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও নতুন করে গত শনিবার থেকে ফের অশান্ত হয়ে উঠেছে বিজেপি শাসিত এই রাজ্য।
মণিপুরের টালমাটাল পরিস্থিতি সামাল দিতে দিল্লি এবং ইম্ফল, দু’দিকেই শুরু হয়েছে তৎপরতা। রবিবার মহারাষ্ট্রে যাবতীয় প্রচার কর্মসূচি বাতিল করে তড়িঘড়ি দিল্লি ফিরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর দিল্লি ফিরেই মণিপুর নিয়ে জরুরি বৈঠক সারেন শাহ। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ পদাধিকারীদের সঙ্গে আরও একটি বৈঠকে বসেন তিনি। দফায় দফায় বৈঠকের পরেই মণিপুরের তিনটি মামলার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে তুলে দিয়েছে শাহের মন্ত্রক। যদিও তাতে খুব একটা খুশি নয় মণিপুর কংগ্রেস। প্রধানমন্ত্রীকে রাজ্যে এসে পরিস্থিতি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।
গত সপ্তাহ থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছিল মণিপুরে। কুকি দুষ্কৃতীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সেই সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছিল। এরপরই নিখোঁজ হয়ে যায় ৮ মাসের শিশু সহ ৬ জন। অভিযোগ উঠেছিল অপহরণের। শুক্রবার মণিপুরের একটি নদী থেকে তাদের দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই রাজ্যজুড়ে নতুন করে অশান্তি শুরু হয়। শনিবার সকালেই মণিপুরের তিনজন মন্ত্রী ও ৬ জন বিধায়কের বাড়িতে হামলা করে ক্ষিপ্ত জনতা। এরপরই তড়িঘড়ি প্রশাসনের তরফে ইম্ফল পূর্ব ও পশ্চিমে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করা হয়। রাজ্যের ৭ জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট।
আরও পড়ুন: https://tribetv.in/schools-go-online-for-delhi-air-pollution/
আরও পড়ুন: https://tribetv.in/ncb-seize-rs-2000-crore-drugs-on-raid-in-lords-of-drugs/
এরপর সরকারের উপরে ক্ষোভ উগরে দিয়েই বিক্ষুব্ধ জনতা মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে। কাঁদানে গ্যাস ছুড়ে কোনওমতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী। পূর্ব, পশ্চিম ইম্ফলে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করা হয়েছে । বিষ্ণুপুর, থৌবাল, কাঙ্কপোকপি, চূড়াচন্দপুর সহ ৭ জেলায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। মণিপুর সরকারের তরফে কেন্দ্রের কাছে আফস্পা পর্যালোচনা ও প্রত্যাহারের আর্জি জানানো হয়েছে।