ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবার বিশফরক ট্রাম্প জুনিয়র (Trump Jr)। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাচনের আগেই ট্রাম্প জানিয়েছিলেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামিয়ে গোটা বিশ্বে শান্তি ফিরিয়ে আনবেন।আর সেই লক্ষ্যে তিনি কাজও শুরু করে দিয়েছিলেন। তিনি ইউক্রেন ও রাশিয়া উভয় দেশের রাষ্ট্রনেতার সঙ্গেই ফোনে কথা বলেছেন। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট পদে এখনও দায়িত্ব পাননি ট্রাম্প। আগামী বছর জানুয়ারিতে পাবেন সেই দায়িত্ব।
কী বললেন তিনি? (Tramp Jr)
আর তার আগেই নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র (Trump Jr) একটি বিস্ফোরক দাবি করেছেন। ট্রাম্প জুনিয়র দাবি করেন, ”আমার বাবা ক্ষমতা এসে গোটা বিশ্বে শান্তি ফিরিয়ে আনার আগেই গোটা বিশ্বে যাতে তৃতীয় বিশ্ব যুদ্ধ বেঁধে যায় সেই বিষয়ে নিশ্চিত করতে চাইছে। ট্রাম্প জুনিয়র আরও দাবি করেন, এর পেছনে রয়েছে কিছু সামরিক অস্ত্র তৈরির কোম্পানি। যুদ্ধ হলে যাদের ট্রিলিয়ন ডলার আয় হবে।“
বাইডেন সরকারের নির্দেশ (Trump Jr)
ইতিমধ্যেই জো বাইডেন সরকার রাশিয়ার উপর হামলার বিষয়ে ইউক্রেনের উপর থেকে সব ধরণের বিধি নিষেধ সরিয়ে নিয়েছে। এতে ইউক্রেন চাইলেই আমেরিকার দেওয়া অস্ত্র ব্যবহার করে রাশিয়ার উপর হামলা করতে পারে। এমনকি ইউক্রেন রাশিয়ার সেন্ট পিটাসবার্গ ও মস্কোতেও হামলা চালালে কেউ আটকাবে না। আর এই সিদ্ধান্ত যে গোটা বিশ্বকে আরও ভয়ঙ্কর যুদ্ধের পরিস্থিতির দিকে নিয়ে যাবে তা বলে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র (Tramp Jr)।
ট্রাম্পের দাবি (Tramp Jr)
ট্রাম্প জুনিয়র দাবি করেন, কিছু অস্ত্র ব্যবসায়ী নিজেদের ট্রিলিয়ন ডলার আয়ের জন্য গোটা বিশ্বকে শান্তি ফিরিয়ে দেওয়ার বিষয়ে তার বাবার প্রতিশ্রুতি পূরণের আগেই তৃতীয় বিশ্ব যুদ্ধের দিকে এগিয়ে দিচ্ছে।
ট্রাম্পের প্রতিশ্রুতি
নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি যুদ্ধের জন্য এত বেশি অর্থ খরচ করবেন না।তিনি ওই অর্থকে আমেরিকার নাগরিকদের উন্নতির কাজে খরচ করবেন। সেক্ষেত্রে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ অনেকটাই শিথিল হয়ে যেত। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এই যুদ্ধকে জিইয়ে রাখতে চাইছেন। অন্যদিকে এই বিশাল যুদ্ধে ব্যাপক অস্ত্রের জোগান দেওয়া কোম্পানি গুলি ব্যাপক আর্থিক মুনাফা কামাচ্ছে।যদি এই যুদ্ধ থেমে যায় সেই কোম্পানি গুলির ব্যাপক ক্ষতি হতে পারে।এজন্য তারাই এই যুদ্ধকে আরও দীর্ঘায়িত করতে চাইছেন।কিন্তু নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধকে সমাপ্ত করার আগেই কি যুদ্ধ থামিয়ে শান্তির ফেরানোর সব রাস্তা বন্ধ হয়ে যাবে? সেই প্রশ্নতাই তুলে পোস্ট করলেন ট্রাম্প জুনিয়র ।