ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্তমান বাজারে এক টাকার মূল্য নেই বললেই চলে। এবার মাত্র ১ টাকাতেই পাওয়া যাবে শিক্ষা। শুনে অবাক হলেও এই রকম দৃশ্য দেখা গেল আসানসোল দক্ষিণ বিধানসভার তালকুড়ি গ্রামে। গ্রামের গরিব-দুস্থ শিশুদের পড়াশোনা করার সুযোগ করে দিতে এই অভিনব উদ্যোগ আসানসোল (Asansol) দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের। তালকুড়ি গ্রামে চালু হল ‘এক টাকার পাঠশালা’ (One rupee school)।
কেন এই উদ্যোগ? (One rupee school)
আসানসোল দক্ষিণ বিধানসভার তালকুড়ি গ্রাম এবং কালাঝরিয়া গ্রাম। এই দুটি গ্রামে চালু হল ‘এক টাকার পাঠশালা’। এখানে শিশু এবং তাদের অভিভাবকদের পড়ানো হবে। ছেলে-মেয়েদের মুখে দু-মুঠো ভাত তুলতে নিরন্তর পরিশ্রম করতে হয় তাঁদের। এরপর সন্তানদের ভালো স্কুলে পড়াশোনা করানোর সামর্থ থাকে না। এইসব দুঃস্থ শিশুদের জন্য প্রত্যন্ত গ্রামে এক টাকার পাঠশালা (One rupee school) চালু করা হল।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন কুন্তল ঘোষের, ইডির মামলায় জামিন হাইকোর্টে
আরও পড়ুন: চরম অমানবিক ছবি সরকারি হাসপাতালে, সদ্যোজাত শিশুকে তুলে নিয়ে গেল কুকুর
এই প্রসঙ্গে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra paul) বলেন, ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে পড়াশোনা করে। কিন্ত আর্থিক অবস্থার কারণে তাদের অভিভাবকরা শিশুদের টিউশনে দিতে পারে না। তাই ‘এক টাকার পাঠশালা’ (One rupee school) চালু করা হল। এখানে শিশু এবং তাদের অভিভাবকদের পড়াশোনা হবে। এখন তালকুড়ি এবং কালাঝরিয়া গ্রামে এই পাঠশালা চালু করা হল। বর্তমানে এই দুটি পাঠশালায় ৫০ জন পড়ুয়া রয়েছে।
‘এক টাকার পাঠশালা’ চালু হওয়ায় খুশি গ্রামের মানুষ। তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আগামীদিনে এই এক টাকার পাঠশালা কতটা জনপ্রিয় হয়ে উঠে সেটাই এখন দেখার।