ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ধারাবাহিকের এক বছর উদযাপন। আর সেখানে কেক কাটতে গিয়ে আবেগে কেঁদে ফেললেন অভিনেত্রী হিয়া মুখার্জি (Hiya Mukherjee)। কিন্তু কেন? গীতা (Gita) চরিত্রের সঙ্গে যেন আবেগ ওতপ্রোতভাবে জড়িয়ে। অভিনয় করছেন বহুদিন হল। কিন্তু অভিনেত্রীর কাছে ‘গীতা এলএলবি’ (Geeta LL.B) একেবারেই ব্যতিক্রম। এর আগের ধারাবাহিক ‘নয়নতারা’-য় অন্য ধরনের এক চরিত্রে অভিনয় করতেন হিয়া। সেই জায়গায় গীতার চরিত্র অনেকটাই দাপুটে। এই চরিত্রে কাজ নিয়ে কী বললেন অভিনেত্রী?
এক বছর পেরল গীতা (Geeta LLB)
দেখতে দেখতে এক বছরের গণ্ডি পার করল, সবার প্রিয় ধারাবাহিক ‘গীতা এলএলবি’ (Geeta LLB)। ‘গীতা এলএলবি’র এই আনন্দের মুহূর্তে সামিল হয়েছিল পুরো ‘গীতা এলএলবি” পরিবার। এছাড়াও ছিলেন স্টার জলসা (Star Jalsha) পরিবারের সদস্যরা। এরই মাঝে এতদিন পর দেখতে পাওয়া গেল পুরো টিমের সঙ্গে পরিচালক প্রযোজক স্নেহাশীষ চক্রবর্তীকে (Snehasis Chakraborty)। সবাই স্নেহাশীষ চক্রবর্তীকে পেয়ে ভীষণই আনন্দিত ছিলেন।
কেক কাটা (Geeta LLB)
এই আনন্দের (Geeta LLB) দিনে সবাই মিলে কেক কাটলেন। জমিয়ে হল খাওয়া দাওয়া। ওই দিন ফ্লোরে এসেছিল দুটো কেক। দুপুরের এলাহি আয়োজনের ছিল। কড়াইশুঁটির কচুরি, আলুর দম, সাদা ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, সবজি দিয়ে ডাল, মাছের কালিয়া ও মটন কষা। সঙ্গে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা। এই হালকা আমেজের শীতের দুপুর বেলা, টিমের সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলেন।
আরও পড়ুন: AR Rahman: এ আর রহমানের ঘর ভাঙল, বাঙালি কন্যাই কী দায়ী? জল্পনা তুঙ্গে
প্রশংসা পরিচালকের
পরিচালক স্নেহাশীষ চক্রবর্তী অভিনেত্রী হিয়া মুখার্জি মানে গীতার প্রশংসায় পঞ্চমুখ। হিয়ার অভিনয় দক্ষতা, হিয়াকে নিজের হাতে তৈরি করা, সব ঘটনা নিজেই শোনালেন পরিচালক স্নেহাশীষ চক্রবর্তী। হিয়া নিজের প্রশংসা শুনে, রীতিমত আনন্দে কেঁদে ফেলেছিলেন। সবার সামনে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন।
অকপট স্বীকারোক্তি
সবার সামনে অকপটে স্বীকার করেন, পরিচালক স্নেহাশীষ চক্রবর্তীর গাইডেন্স না থাকলে তিনি আজ এই জায়গায় আসতে পারতেন না। গীতা এত মানুষের পছন্দের হয়ে উঠত না। তিনি এত জনপ্রিয়তা পেয়েছেন শুধুমাত্র গীতা চরিত্রটির জন্য। গীতা চরিত্র তাকে এক বছরে অনেক সমৃদ্ধ করেছে। তার পরিচিতি অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। তিনি এই চরিত্রটিতে অভিনয় করতে পারছেন বলে, অভিনেত্রী নিজেকে ভীষণই ভাগ্যবান মনে করছেন। তিনি ব্লুজের সঙ্গে কাজ করতে পারছেন বলে আরও বেশি খুশি।
আরও পড়ুন: Dev and Fugla Viral Video: দেবের বউকে বিয়ে করবে! ভুল বুঝতে পেরে ক্ষমা চাইল ফুগলা
কী চান হিয়া?
অভিনেত্রী হিয়া চান, যাতে গল্প মানুষের আরও ভালো লাগে। তার এই ভাবে আনন্দ মজা করে হাজার হাজার পর্ব পার করতে চান। তার সঙ্গে টিআরপি তালিকায় বারংবার নিজেদেরকে শীর্ষে দেখতে চান। বর্তমান দিনে যখন প্রায়ই শোনা যায়, তিন মাসে একটা ধারাবাহিক বন্ধ হয়ে যাবে। সেই কথার পাশ কাটিয়ে দর্শকদের ভালোবাসায় তরতর করে এগিয়ে চলেছে এই ধারাবাহিক।