Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুই সন্তানকে নিয়ে পরীমণির (Pori Moni) দিব্যি সুখের সংসার। কিন্তু মাঝেমধ্যেই জল্পনা শোনা যাচ্ছে, পরীমণির জীবনে নাকি এন্ট্রি নিয়েছেন নতুন কেউ (Shakib-Pori)। এই গুঞ্জনের মাঝেই আবার তাঁকে দেখা গেল, শাকিব খানের (Shakib Khan) সঙ্গে। তাও আবার আলিঙ্গন করতে। বহুদিন এই জুটিকে (Shakib-Pori) পর্দায় দেখা যায়নি। দুই বাংলার দর্শক এই জুটিকে ভীষণ পছন্দ করেন।
দুই বাংলায় কাজ করেছেন পরীমণি (Shakib-Pori)
পরীমণি যেমন বাংলাদেশের ঢালিউডে (Dhallywood) কাজ করছেন। তেমন আবার টলিউডেও (Tollywood) কাজ করছেন। তবে কি পরীমণির জীবনে শাকিব খানের (Shakib-Pori) কোনও বড় অবদান থাকতে চলেছে? কিংবা দুজনকে আবার দেখা যেতে চলেছে নতুন কোনও কাজে? এতদিন পর আবার হঠাৎ দু’জনকে একসঙ্গে দেখা গেল কেন? শাকিব আর পরীর অনুরাগীরা কিন্তু চাইছেন, তাদের প্রিয় জুটি আবার পর্দায় ফিরুক। সেটা কি ভবিষ্যতে সম্ভব? এতগুলো প্রশ্ন উঠছেই বা কেন? ওঠাটাই স্বাভাবিক। সম্প্রতি ক্যামেরায় ধরা পড়েছে তেমনি কিছু দৃশ্য। পুরো বিষয়টা জেনে নেওয়া যাক।
দু’জনেই দর্শকের প্রিয় (Shakib-Pori)
শাকিব খান, এই নামটা বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত প্রিয় একটা নাম। শাকিব পরি (Shakib-Pori) দু’জনেই বাংলাদেশে বহুলচর্চিত। শাকিব খানকে বলা হয় ঢালিউডের ‘কিং খান’। অপরদিকে পরীমণি শুধু চর্চিতই নন, বরং ঢালিউডের বিতর্কিত একজন নায়িকা। এই দুজনের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের মনে কম কৌতুহল নেই। এমনকি নেটিজেনরাও মাঝেমাঝে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটা ছেঁড়া করে নানান কথা বলেন। কারণ দুজনেই একাধিক সম্পর্কে জড়িয়েছেন।
আরও পড়ুন: Subhadra Mukherjee: বুর্জ খলিফা কিনে ফেললেন টলিপাড়ার এই অভিনেত্রী! হতবাক রচনা
প্রেম করছেন পরীমণি?
কয়েকদিন আগেই পরিমণি নিজেই জানিয়েছিলেন, তিনি নাকি প্রেম করছেন। একটা ছবিও পোস্ট করেছিলেন। যেখানে দেখা যায়, চলন্ত গাড়ির ভিতরে হাতের উপর অন্য আরেকটি পুরুষের হাতের ছবি। অভিনেত্রী জানালেন, প্রেমে পড়ার কথা। তারপর সেটা নিয়ে কত কথা উঠল। এমনকি টলিউডেও সেটা নিয়ে কম গুঞ্জন হয়নি। তারপর একদিন যেতে না যেতেই, অভিনেত্রী নিজেই জানালেন, পুরো বিষয়টাই তিনি মজার ছলে করেছেন। নেটিজেনরা যেভাবে বিষয়টা প্রেমের অ্যাঙ্গেলে নিচ্ছেন। আদতে বিষয়টা তেমন কিছুই নয়। তবে নতুন করে তিনি শাকিব খানের সঙ্গে ক্যামেরাবন্দি হতেই কিছুটা যেন আবেগতাড়িত হলেন।
আরও পড়ুন: Geeta LLB: এক বছরের গণ্ডি পেরোল ‘গীতা এলএলবি’, খুশিতে কেঁদে ফেললেন হিয়া
আগেও দেখা গিয়েছে একসঙ্গে
এর আগেও শাকিবের সঙ্গে পরীকে দেখা গিয়েছিল ‘আরও ভালোবাসবো তোমায়’ আর ‘ধূমকেতু’ সিনেমায়। কিন্তু সে বহু বছর আগের কথা। তারপর কিন্তু এই জুটিকে আর পর্দায় একসঙ্গে দেখা যায়নি। মাঝেমধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের দেখা হয় ঠিকই। কিন্তু সিনেমাতে একসঙ্গে তাঁরা কবে আসবেন, সে উত্তর এখনও অজানা। সম্প্রতি একটি অনুষ্ঠানে তাঁদের দেখা হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বহু তারকা। তাদের মধ্যে আলাদা করে নজর কাড়েন শাকিব আর পরীমণি। সেই ভিডিয়ো এখন ঘুরছে সমাজ মাধ্যমে। যেখানে দেখা যায়, শাকিব আর পরী একে অপরের সঙ্গে দেখা হতেই আলিঙ্গন করেন। পরীকে বেশ আবেগতাড়িত দেখাচ্ছিল। এই জুটিকে নতুন করে আবার পর্দায় দেখা যাবে কিনা, তার উত্তর সময় দেবে।