ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রকাশ্যে বহুবার বেফাঁস মন্তব্য করে এবার বিপাকে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। বেফাঁস মন্তব্য করার জেরে এবার তাঁকে শোকজ করল তৃণমূল কংগ্রেসের (TMC) পরিষদীয় শৃঙ্খলাভঙ্গ কমিটি। তবে দলের তরফে শো-কজের পরও নিজস্ব মেজাজে রয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)।
ঠিক কী বলেছিলেন হুমায়ুন? (Humayun Kabir)
মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কিছু নেতা ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। অভিষেককে (Abhishek Banerjee) কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। প্রকাশ্যেই এই মন্তব্য করতে দেখা যায় হুমায়ুনকে (Humayun Kabir)। যা নিয়ে ব্যাপক চাপানউতোরের পাশাপাশি বিতর্কও দানা বাঁধে শাসক শিবিরের অন্দরে।
ঠিক কী লেখা রয়েছে চিঠিতে? (Humayun Kabir)
সূত্রের খবর, দলের পক্ষ থেকে তাঁর কাছে যে চিঠি পাঠানো হচ্ছে তাতে লেখা রয়েছে, তিনি (Humayun Kabir) প্রকাশ্যে যে বক্তব্য রেখেছেন তাতে দল বিড়ম্বনায় পড়েছে। দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কেন ওই কাজ তিনি করেছেন তার জবাব দিতে হবে চিঠি হাতে পাওয়ার তিন দিনের মধ্যেই।
আরও পড়ুন: TMC: তৃণমূলে কি প্রবীণদের পাল্লা ভারী? জিইয়ে থাকছে ‘নবীন-প্রবীণ’ দ্বন্দ্ব?
শো-কজের উত্তরে কি বললেন বিধায়ক?
তিনি এখনও শো-কজের চিঠি পাননি বলেই জানিয়ে হুমায়ুন (Humayun Kabir)বলেন, “দল মনে করেছে শো-কজ করেছে। তবে এখনও চিঠি পাইনি। চিঠি পেলে যে যে পয়েন্টে শো-কজ করা হয়েছে তার জবাব দেব।”
ভরতপুরের তৃণমূল বিধায়কের কথায়, “আমার ব্যক্তিগত স্বার্থে কেউ আঘাত করলে আমি কম্প্রোমাইজ করিনি আমার মৃত বাবার সঙ্গেও করিনি।” একইসঙ্গে তিনি এও বলেন, “বেঁচে থাকলে রাজনীতির ময়দান ছেড়ে কখনও যাব না”।
বক্তব্যে অনড়
শো-কজের পরও এদিন নিজের বক্তব্যে অনড় থেকে হুমায়ুন বলেন, “হক কথা বলার জন্য দল শোকজ করলে করবে! এর আগে তো ২০১৫ সালে আমাকে বিনা নোটিসে ৬ বছরের জন্য শোকজ করে দেওয়া হয়েছিল। এবারে তবু নোটিস দেওয়া হয়েছে। তাতে গর্ব অনুভব করছি।”
দল বদলাবেন?
শেষ পর্যন্ত সাসপেন্ড করলে তিনি কি দল বদলাবেন? এই প্রসঙ্গে হুমায়ুন বলেন, “দল কী পদক্ষেপ করে সেটা দেখে পরের পদক্ষেপ ঠিক করব।”
আগে ছিলেন কংগ্রেস দলে
প্রসঙ্গত, অতীতে কংগ্রেস করা হুমায়ুন, তৃণমূলে সাসপেন্ড হওয়ার পর কিছুদিনের জন্য বিজেপিতেও যোগ দিয়েছিলেন। ফলে তাঁর অনড় মন্তব্যের জেরে দল বদলের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না ওয়াকিবহাল মহল।
তাৎপর্যপূর্ণভাবে এরপরও মঙ্গলবার মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) দেখা গিয়েছে নিজস্ব মেজাজে। দলের একাংশ নেতৃত্বর বিরুদ্ধে মিডিয়ার সামনে মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে। এরপরই বুধবার তৃণমূলের (TMC) বিধানসভা শৃঙ্খলারক্ষা কমিটির তরফে হুমায়ুনকে শো-কজ করা হয়।