ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রধানমন্ত্রী মোদিকে (Narendra Modi) খুনের পরিকল্পনা করা হয়েছে! এমনই হুমকি ফোন গেল মুম্বই পুলিশের কাছে (Threat Call Against Narendra Modi)। ফোনটি ৩৪ বছরের এক মহিলা করেন বলে প্রাথমিক ভাবে জানতে পারে পুলিশ। দ্রুত পাকড়াও করা হয় ওই বছর ৩৪-এর মহিলাকে। কী কারণে এই ফোন কল তা খতিয়ে দেখছে পুলিশ।
মোদিকে খুনের পরিকল্পনা? (Threat Call Against Narendra Modi)
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মুম্বই পুলিশের ট্র্যাফিক কন্ট্রোল রুমে একটি হুমকি ফোন যায়। সেই হুমকি ফোনে বলা হয়, প্রধানমন্ত্রী মোদিকে (Narendra Modi) হত্যার পরিকল্পনা করা হয়েছে (Threat Call Against Narendra Modi)। এমনকি প্রধানমন্ত্রীকে (Narendra Modi) হত্যার জন্য অস্ত্র প্রস্তত রয়েছে বলেও দাবি করা হয়।
তৎপর মুম্বই পুলিশ (Threat Call Against Narendra Modi)
পুলিশ সূত্রের জানা গিয়েছে, এই ফোন পাওয়ার পরেই সক্রিয় হয় মুম্বই (Mumbi) পুলিশ। তদন্তের পর ওই মহিলাকে গ্রেফতার করা হয় (Threat Call Against Narendra Modi)। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই মহিলার মানসিক সমস্যা রয়েছে। তবে অভিযুক্তের বিরুদ্ধে আম্বোলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: ED Officers Attacked In Delhi: ফের তদন্তে গিয়ে আক্রান্ত ইডি, জখম অ্যাডিশনাল ডিরেক্টর!
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকেও খুনের হুমকি
প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) খুনের হুমকি দিয়ে ফোন গিয়েছিল মুম্বই পুলিশের কাছে। ফোন বলা হয় ১০ দিনের মধ্যে পদত্যাগ না করলে বাবা সিদ্দিকির মতই খুন করা হবে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) । তারপর থেকেই শুরু হয়ে যায় তোলপাড়। এই হুমকি ফোনের পরেই মুম্বই সূত্রের খবর হোয়াটস অ্যাপের সূত্র ধরেই রহস্যের কিনারা করে ফেলেন।
প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ‘SPG’
দেশের প্রধানমন্ত্রীর (Narendra Modi) নিরাপত্তার দায়িত্ব স্পেশাল প্রোটেকশন গ্রুপ অর্থাৎ SPG-র ওপর রয়েছে। প্রধানমন্ত্রীকে ঘিরে প্রথম নিরাপত্তা বলয়টিতে শুধুমাত্র SPG জওয়ানরা থাকেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিযুক্ত এই জওয়ানদের আমেরিকার সিক্রেট সার্ভিসের নির্দেশিকা অনুসারে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রোটেকশন গ্রুপ MNF-2000 অ্যাসল্ট রাইফেল, অটোমেটিক গান এবং 17M রিভলভারের মতো আধুনিক অস্ত্রে সজ্জিত রয়েছে।
আরও পড়ুন: Priyanka Gandhi: সাংসদে প্রথমবার পা রাখলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা!
গত ছয় বছরে একাধিক হুমকি ফোন
গত ছয় বছরে বেশ কয়েক বার খুনের হুমকি পেয়েছেন মোদি (Narendra Modi)। ২০১৮ সালে মহারাষ্ট্রের মহম্মদ আলাউদ্দিন খান নামে এক ব্যক্তি সমাজমাধ্যমে প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিয়েছিলেন। নিজকে জইশ-এ-মহম্মদ নামক জঙ্গি সংগঠনের সদস্য বলেও দাবি করেছিলেন ওই ব্যক্তি।
২০২২ সালে কেরল বিজেপির অধ্যক্ষ কে সুরেন্দ্রনের কাছেও মোদিকে খুনের হুমকি চিঠি গিয়েছিল। চিঠিতে লেখা ছিল মোদির হাল রাজীব গান্ধীর মতোই হবে। প্রধানমন্ত্রী তখন কেরল সফরে ছিলেন। পুলিশ পরে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ২০২৩ সালে হরিয়ানার এক ব্যক্তি একটি ভিডিয়ো বানিয়ে মোদিকে খুন করার হুমকি দিয়েছিলেন। গত বছর জুলাই মাসেও প্রধামন্ত্রী মোদিকে খুনের হুমকি দিয়ে ফোন গিয়েছিল মুম্বই পুলিশের কাছে। বারংবার হুমকির ফোন চিন্তা বাড়ছে প্রশাসনিক মহলে |