ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের কেন্দ্রীয় নেতৃত্বের ক্ষোভের মুখে বঙ্গ বিজেপি (BJP) শিবির। দলের মধ্যে ভাগাভাগি না করে ঐক্যবদ্ধ হয়ে কাজের নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর। দিন কয়েক আগে সদস্য সংগ্রহ বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন রাজ্য নেতারা। সেখানেই একাধিক বিষয়ে সমালোচনার মুখে তাদের পড়তে হয় বলে সূত্রের খবর।
সদস্য সংগ্রহ নিয়ে বৈঠকে কেন্দ্রীয় নেতাদের রোষানলে বিজেপি (BJP) রাজ্য নেতৃত্ব। এবার বঙ্গ পদ্ম শিবিরের সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ কোটি। কিন্তু পূরণ করা কার্যত অসম্ভব বলের মনে করছে দলের নীচুতলার একাংশ। সূত্রের খবর, বাংলায় সদস্য সংগ্রহ অভিযানের কাজ আশানরূপ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন সদস্য সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় সম্পাদক ঋতুরাজ সিংহ। রাজ্যের তরফে সদস্য সংগ্রহের দায়িত্বে সাংসদ শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharjee)।
আরও পড়ুন: Assembly session: ‘কেন্দ্রের বঞ্চনা’ আলোচনায় জমজমাট বিধানসভা, আলোচনা শেষে ওয়াকআউট বিজেপির
আরও পড়ুন: CV Anand Bose: সংঘাত ভুলে সৌজন্যের ছবি, সোমবার ছয় বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল
সূত্র বলছে, দিনকয়েক আগে এক ভার্চুয়াল বৈঠকে রাজ্য বিজেপির (BJP) প্রধান পর্যবেক্ষক তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল বলেন, কোন বিধায়ক এবং সাংসদ কি করছেন সব খবর আছে আমাদের কাছে। এলাকায় যান না অনেকেই। নিজের এলাকায় সময় দিন। সংগঠন তৈরি করুন। জিতে ভাববেন না বিরাট কিছু হয়ে গিয়েছেন। একইসঙ্গে দলের প্রবীনদের গুরুত্বদের নির্দেশ দিয়েছেন তিনি।
বাংলায় দলের সদস্য সংগ্রহের কাজে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) যুক্ত করে কাজ করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে আরেক প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকেও কাজে লাগাতে বলা হয়েছে। বঙ্গ বিজেপির সদস্য সংগ্রহের দায়িত্বে থাকা শমীক ভট্টাচার্যকে এমনই নির্দেশ দিয়েছেন। নেতৃত্বের নির্দেশ আক্ষরিক অর্থে কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে অবশ্য দলের নীচুতলাতে সন্দেহ আছে বলে মনে করছে।