ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জাল পাসপোর্ট নিয়ে সরগরম রাজ্য। আর এর মধ্যেই ফের উদ্ধার ৫৫টি সিল ছাড়া পাসপোর্ট। টিটগর পোস্ট অফিসে বাইরে যে বাক্স রয়েছে সেই বাক্সের মধ্যে খাম বন্ধ অবস্থায় আসে পাসপোর্টগুলি। সেই পাসপোর্ট দেখে চক্ষু চরখ গাছ পোস্ট অফিস কর্মীদের। এরপরেই উচ্চপদস্থ আধিকারিকদের জানান পোস্টমাস্টার। পাসপোর্টগুলি আসল না নকল তা খতিয়ে দেখা হচ্ছে। যা নিয়ে এবার সরব হলেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ। পুরোটাই রাজ্যের গাফিলতি বলে তোপ দাগেন শাসককে।
শুক্রবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, ”আমি জানি না কী করে পশ্চিমবঙ্গে এই ধরনের ফেক সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট বানানো হচ্ছে। পাসপোর্ট বানানোর সময় একাধিকবার কাগজপত্র যাচাই করা হয়। পুলিশ ভেরিফিকেশনও করা হয়। আর এগুলি সবই রাজ্যসরকারের বিভিন্ন দফতর থেকে হয়ে থাকে। তাহলে কী কোথাও রাজ্য সরকারের এই বিষয়ে গাফিলতি রয়েছে? এই ব্যাপারে আমি নির্দিষ্ট উদাহরণ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখব।”
আরও পড়ুন: https://tribetv.in/massive-fire-was-breakdown-in-kolkata-tapsia-areas/
প্রসঙ্গত, বাংলাদেশে অশান্তির আবহে রাজ্যে ক্রমেই বাড়ছে পাসপোর্ট উদ্বেগ। জেলায়-জেলায় রমরমিয়ে চলছে জাল পাসপোর্টের চক্র। তদন্তে নেমে গ্রেফতার আরও ১, ধৃতের সংখ্যা বেড়ে ৫। বাজেয়াপ্ত প্রচুর জাল নথি, নথি তৈরিতে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার ও অন্য সামগ্রী। বাংলাদেশ থেকে ভারত তথা বাংলায় অনুপ্রবেশের অভিযোগ আছে বরাবর। হাসিনা সরকারের পতনের পর অনেক জঙ্গিদের মুক্তি দিয়েছে ইউনূস সরকার। বহু জঙ্গি জেল থেকেও পালিয়েছে বলেও খবর। এই অবস্থায় বাংলাদেশে চলছে হিন্দু নির্যাতন। বহু নির্যাতিত মানুষ ওপার বাংলা থেকে এপারে চলে আসতে চাইছে। এই সুযোগ নিয়ে জঙ্গিরাও ভারতে ঢোকার চেষ্টা করতে পারে। সেখানে জাল পাসপোর্ট হতে পারে তাদের হাতিয়ার। ফলে জাল পাসপোর্টের এই ঘটনার খবর জানাজানি হতে উদ্বেগ বেড়েছে দেশ-রাজ্য, প্রশাসনের।