ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এক বছরের বেশি সময়ের বিরতি কাটিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেছেন দুলকির সলমন (Dulquer Salmaan)। বড়পর্দায় তাঁর অভিনীত সর্বশেষ ছবি ‘কিং অব কথা’ (King of Kotha) মুক্তি পেয়েছিল গত বছরের ২৪ আগস্ট (Lucky Baskhar)। এরপর এবছরের ৩১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় দুলকির সলমন অভিনীত ‘লাকি ভাস্কর’। বড়পর্দায় মুক্তি পাওয়ার পরপর হইচই শুরু হয়েছিল। প্রেক্ষাগৃহে মুক্তির পর দুলকার অভিনীত ‘লাকি ভাস্কর’ (Lucky Baskhar) দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এবার ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেল এই ছবি। আর পাওয়ামাত্রই হামলে পড়ে এই ছবি দেখা শুরু করেছে দর্শক।
‘লাকি ভাস্কর’ (Lucky Baskhar)
প্রায় ২ ঘণ্টা ৩০ মিনিটের পিরিয়ড-ক্রাইম ঘরানার ছবি ‘লাকি ভাস্কর’ (Lucky Baskhar)। দুলকির সলমনের (Dulquer Salmaan) বিপরীতে এই ছবিতে রয়েছেন মীনাক্ষী চৌধুরী। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ভেঙ্কি আটলুরি। তেলেগু ছাড়াও তামিল, মালয়ালম, কন্নড় এবং হিন্দিতে বড়পর্দায় মুক্তি পেয়েছিল ‘লাকি ভাস্কর’। এবার ওটিটিতেও তাই হল।
‘লাকি ভাস্কর’-এর গল্প (Lucky Baskhar)
আশির দশকের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এ সিনেমা। এক সাধারণ মানুষের ‘অসাধারণ’ হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘লাকি ভাস্কর’ (Lucky Baskhar)। ‘লাকি ভাস্কর’ আসলে গল্প বলে এমন এক নিম্নমধ্যবিত্ত পরিবারের যুবকের যে নিজের পরিবারের সদস্যদের অন্ন সংস্থানের জন্য ধারকর্জে তো বটেই, পাশাপাশি ডুবে গিয়েছিল আশেপাশের লোকজনের তাচ্ছিল্য এবং অপমানে। সেই পিঠ ঠেকে যাওয়া পরিস্থিতি থেকে বাঁচতে শুরু হয় শেয়ার বাজারে জালিয়াতি এবং প্রতারণা। এরপর সে ধীরে ধীরে সমাজের উঁচুমহলে পৌঁছে যায়। তারপর? কোন নতুন খাতে চলবে তার জীবন? শেষমেশ ভাস্করের জালিয়াতির কারিকুরি ফাঁস হল কি না, তাই নিয়েই এগোবে এই ছবি।
আরও পড়ুন: Ananya Panday: অনন্যার ডিএনএ টেস্ট করাবেন বাবা চাঙ্কি! মেয়েকে সন্দেহ করছেন?
‘লাকি ভাস্কর’-এর অভিনেতাদের ক্যারিশমা
‘লাকি ভাস্কর’ (Lucky Baskhar) ছবিতে ভাস্কর চরিত্রটিকে দুলকির সলমন (Dulquer Salmaan) তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে প্রাণবন্ত করে তুলেছেন। এককথায় মাস্টারস্ট্রোক খেলেছেন চরিত্রটি দিয়ে। দুলকির সলমনের (Dulquer Salmaan) কেরিয়ারের আরেকটি মাইলফলক হয়ে থাকবে এই চরিত্র। ‘লাকি ভাস্কর’ ছবিতে মীনাক্ষী চৌধুরী এবং অন্য সহ-অভিনেতাদের অভিনয়ও উল্লেখযোগ্য। প্রত্যেকেই নিজেদের চরিত্র প্রাণবন্ত করেছেন পর্দায়।
আরও পড়ুন: Jeetu Kamal in TV Serial: ছোট পর্দায় ফিরছেন জিতু কমল! কে হবেন নায়িকা?
কেমন হল ‘লাকি ভাস্কর’-এর নির্মাণ ?
নির্মাণ ও প্রযুক্তিগত দিক থেকেও লাকি ভাস্কর প্রশংসার সর্বোচ্চ দাবিদার। সিনেমার প্রডাকশন ডিজাইন, বিশেষ করে নব্বইয়ের দশকের মুম্বাই শহরের পুনর্নির্মাণ দারুণ। যদিও কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছুটা দুর্বল লেগেছে। আরো গল্পনির্ভর মিউজিক করা যেত। তবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কিছু স্ট্রোক বেশ দারুণভাবে কাজ করেছে যা দর্শকদের ভালো লাগবে।
‘লাকি ভাস্কর’ ছবিতে কত পারিশ্রমিক পেয়েছেন দুলকির সলমন?
সাধারণত প্রতি ছবিতে অভিনয় পিছু ৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন দুলকির। তবে এই ছবিতে অভিনয়ের জন্য নাকি ১০ কোটি টাকা হেঁকেছিলেন এই দক্ষিণী-তারকা! এবং সূত্র বলছে দাবি মতই পারিশ্রমিক পেয়েছেন তিনি।