ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সচিনের সময় ক্রিকেটের জীবন শুরু হয়েছিল বিনোদ কাম্বলির (Vinod Kambli Viral Video)। সচিন সবাইকে ছাপিয়ে সর্বোচ্চ স্থানে পোঁছে গেলেও উৎশৃঙ্খল জীবনযাপনের জন্য কাম্বলি হারিয়ে গেছেন অনেক আগেই। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ।
ছিল সম্ভাবনা (Vinod Kambli Viral Video)
যে কয়েকজন খেলোয়ার অভিষেক সময়কালে ব্যাপক সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম বিনোদ কাম্বলি (Vinod Kambli Viral Video)। স্কুল ক্রিকেটে সচিনের সঙ্গে জুটি বেঁধে তৈরি করেছিলেন ইতিহাস। এরপর জাতীয় দলে সুযোগ পাওয়ার পর দুটো ডাবল সেঞ্চুরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন। ক্রিকেট বিশ্ব সচিনের থেকেও বেশি সম্ভবনা খুঁজে পেয়েছিল কাম্বলির মধ্যে। কিন্তু পরবর্তী কালে উৎশৃঙ্খল জীবনযাপন তাকে ক্রিকেট থেকে নিয়ে গেছে অনেক দূরে।
আগেও ভাইরাল হয়েছে ভিডিয়ো (Vinod Kambli Viral Video)
কাম্বলিকে নিয়ে আগেও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, তিনি ঠিক করে হাঁটতেও পারছেন না। এমনকী, দাঁড়ানোর জন্য তাঁকে একটি মোটরবাইকের সাহায্য নিতে হচ্ছে। আর বর্তমানে ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, এই অনুষ্ঠানে তাঁর ছোটবেলার বন্ধু তথা ভারতের ব্যাটিং মায়েস্ট্রো সচিন তেন্ডুলকরও এসেছিলেন। কিন্তু, তাঁকে আলিঙ্গন করার জন্য তিনি ঠিক করে দাঁড়াতেও পারছেন না।
আরও পড়ুন: Harbhajan Singh: ‘১০ বছর হল ধোনির সঙ্গে কথা বলিনা’! বিস্ফোরক ভাজ্জি
মুখ খুললেন বন্ধু
ইতিমধ্যে বিনোদ কাম্বলির এক ঘনিষ্ঠ বন্ধু প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের শারীরিক অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন যে ইতিমধ্যে কাম্বলিকে ১৪ বার রিহ্যাবে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেছেন, ‘বিনোদ কাম্বলির শারীরিক অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। ওঁর শরীরে একাধিক রোগ বাসা বেঁধেছে।’ সঙ্গে তিনি আরও জানিয়েছেন, ‘ওঁকে আর রিহ্যাবে নিয়ে গিয়ে কোনও লাভ নেই। ইতিমধ্যে ১৪ বার নিয়ে যাওয়া হয়েছে! ভাসাইয়ের একটি রিহ্যাব সেন্টারে তো আমরা তিনবার গিয়েছিলাম।’
আরও পড়ুন: 2025 Bengaluru Captain: আরসিবি-র অধিনায়ক বিরাট! দল ঘোষণার আগেই প্রকাশ্যে এল নাম!
ভাইরাল অগাস্টের ভিডিয়ো
গত অগাস্ট মাসে বান্দ্রায় অবস্থিত কাম্বলির বাড়িতে গিয়েছিলেন। সেইসময়ই সোশ্যাল মিডিয়ায় ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের হাঁটার ভিডিওটি ভাইরাল হয়েছিল।
সাহায্য করতে চেয়েছিলেন কপিল
উল্লেখ্য, বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট অধিনায়ক কপিল দেবও কাম্বলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তবে কপিল স্পষ্ট করে দিয়েছিল, কাম্বলি যদি নিজেকে শোধরান, তাহলেই তিনি সাহায্য করবেন।