ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবার নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। শুক্রবার শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। তিন শর্তে কালীঘাটের কাকুর জামিন মঞ্জুর করেছেন বিচারপতি ঘোষ।
শর্ততে বলা হয়েছে, মামলার সঙ্গে যুক্ত কোনও তথ্য ও প্রমাণ নষ্ট করা যাবে না। সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। পাসপোর্ট জমা রাখতে হবে। আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না কাকু। নিম্ন আদালতের এলাকার বাইরেও যেতে পারবেন না তিনি।
আরও পড়ুন:https://tribetv.in/tmc-supremo-mamata-banerjee-took-charges-of-party-own-hand/
কালীঘাটের কাকুকে ‘শোন অ্যারেস্ট’ করতে চেয়ে আদালতে আবেদন করেছিল সিবিআই। এখনও তা করা হয়নি। তাই ইডির মামলা থেকে জামিন পেলেন কাকু।গ্রেফতার হওয়া ব্যক্তিকে আবার গ্রেফতার করার প্রক্রিয়াকে বলে শোন অ্যারেস্ট। ইডির মামলায় জামিন পাওয়ার পর সুজয়কৃষ্ণ ভদ্রের জেল থেকে মুক্তির সম্ভাবনা আজকেই নেই। কারণ শুক্রবারই নিম্ন আদালতে আবার কাকুকে হাজির করা হয়।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সুজয় কৃষ্ণ ভদ্র গত ৪ দিন হাজিরা দেননি নিম্ন আদালতে। ফলে আজ, শুক্রবার ফের সিবিআই এর তরফে নিম্ন আদালতে প্রোডাকশন করার জন্য আবেদন করা হয়। কেস ডাইরি সহ বেশ কিছু নথি সিবিআই এর তরফে আদালতে পেশ করা হয়।
আরও পড়ুন:https://tribetv.in/weather-update-winter-to-get-delayed-forecast-of-rain/
আরও পড়ুন:https://tribetv.in/panchayet-arabul-chaos-in-bhangar-2-panchayat-office/
আগামী ৯ ডিসেম্বর সুজয়কৃষ্ণ ভদ্রকে আদালতে পেশ করার নির্দেশ দেন নিম্ন আদালতের বিচারক । এর আগে সিবিআই এর মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রকে সোন করতে চেয়ে নিম্ন আদালতে আবেদন করেছিল সিবিআই। সেই কারণেই সুজয়কৃষ্ণ ভদ্রকে আদালতে পেশ করার আবেদন করা হয় সিবিআই এর তরফে।