Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নতুন শিক্ষানীতিতে ফিরছে পাস-ফেল। পঞ্চম-অষ্টম শ্রেণি পর্যন্ত ফেল না করানোর নীতি প্রত্যাহার। ফেল না করানোর নীতি প্রত্যাহার কেন্দ্রের। এবার থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল প্রক্রিয়া ফিরিয়ে আনার বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। যারফলে পঞ্চম ও অষ্টম শ্রেণির (Five to Eight) পরীক্ষা নেওয়া হবে স্কুলে। সেই পরীক্ষায় উর্ত্তীর্ণ হলে তবেই পরের ক্লাসে ওঠার সুযোগ পাবে পড়ুয়ারা।
জানা গিয়েছে, এতদিন পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের বার্ষিক পরীক্ষা নেওয়া হলেও পাশ-ফেলের বিষয় ছিল না। তবে এই ব্যবস্থার ফলে শিক্ষামন্ত্রক মনে করছে পড়ুয়ারা পড়াশুনোর প্রতি আগ্রহ হারাচ্ছে। যার জেরে শিক্ষা ব্যবস্থায় আনা হল বড়সড় সংশোধন। অতীতের ‘নো ডিটেনশন পলিসি’ তুলে দিয়ে কেন্দ্রের নয়া বিজ্ঞপ্তিতে (Central Govt Notice) জানানো হয়েছে, বছর শেষের পরীক্ষায় (Annual Examinations) পাশ করার পরই নতুন ক্লাসে ওঠার সুযোগ পাবে পঞ্চম ও অষ্টম শ্রেণির পড়ুয়ারা।
আরও পড়ুন: https://tribetv.in/subrata-sarkar-double-recognition-social-work/
যদি এই দুই ক্লাসে কোনও পড়ুয়া কোনও বিষয়ে ফেল করে, সেক্ষেত্রে দুই মাসের মধ্যে সেই বিষয়ে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে (Pass Fail System)। সেখানেও ফেল করলে অনুর্ত্তীর্ণ হিসেবে ধরে নেওয়া হবে। ফলে আরও এক বছরের জন্য সেই ক্লাসেই থাকতে হবে পড়ুয়াকে।
আরও পড়ুন: https://tribetv.in/man-gets-death-sentence-for-triple-murder-in-hooghly/
উল্লেখ্য, ২০১৯ সালে শিক্ষার অধিকার বিল সংশোধন করেছিল মোদি সরকার (Narendra Modi)। যে বিলের ( New Pass Fail system) মাধ্যমে ফেরানো হয়েছিল পাশ-ফেলের পুরানো নিয়ম। সেই বিল পাশের পর ১৬ রাজ্য ও দুই কেন্দ্র শাসিত অঞ্চলে তা লাগুও করা হয়। এবার কেন্দ্রের তরফে এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পর দেশের সব কেন্দ্রীয় বিদ্যালয়ে নয়া নীতি লাগু হয়ে যাবে। তবে রাজ্যগুলি কেন্দ্রের এই সিদ্ধান্ত গ্রহণ করবে কিনা তা সম্পূর্ণ রূপে থাকবে রাজ্যের হাতে।