ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতে ডিভোর্সের আইন (Alimony Ruling) কি বদল হবে? এবার থেকে কি আর ডিভোর্সের ক্ষেত্রে কোন স্ত্রী তাঁর প্রাক্তন স্বামীর থেকে ইচ্ছা মতো টাকা চাইতে পারবে না? এই প্রশ্নের একেবারে উত্তর দিয়ে দিল ভারতের সর্বোচ্চ আদালত।
একটি মামলার রায় (Alimony Ruling)
একটি মামলায় স্ত্রী তাঁর প্রাক্তন স্বামীর থেকে ৫০০ কোটি টাকা খোরপোষ হিসেবে দাবি করে। কিন্তু, সুপ্রিম কোর্ট সেই মামলায় ঐতিহাসিক রায় জানিয়ে বলে, ওই স্ত্রী ইচ্ছা মতো তাঁর স্বামীর থেকে টাকা আদায় করতে পারবে না (Alimony Ruling)। সেখানে স্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছিল তাঁর প্রাক্তন স্বামীর কাছে ৫০০০ হাজার কোটি টাকা রয়েছে। কিন্তু, সুপ্রিম কোর্ট বলে টাকা থাকলেই স্বামীর থেকে স্ত্রী ডিভোর্সের মামলায় অর্ধেক টাকা আদায় করতে পারবে না। এমনকি এই মামলায় ওই স্ত্রীকে মাত্র ১৩ কোটি টাকা দেওয়ার কথা জানায় আদালত।
মেনস কমিশনের দাবি (Alimony Ruling)
ভারতে ডিভোর্সের আইন (Alimony Ruling) কী তবে বদল হতে পারে? এই প্রশ্ন আমরা “নীতি নির্ণয় না দুর্নীতি?” এই অনুষ্ঠানে পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্যকে করলে তিনি বলেন, পুরুষের জন্য আইনের সুরক্ষা দরকার। যেমন বহু নারী অত্যাচারিত হন,একইভাবে বহু পুরুষ মানুষও অত্যাচারিত হন মহিলাদের দ্বারা। আমাদের দেশের আইন ব্যবস্থা সেই পুরুষদের সুরক্ষা দিক এতুকুই তিনি চাইছেন। এমনকি তিনি মেন’স কমিশনেরও দাবি জানিয়েছেন। তিনি ঠিক আর কী কী জানিয়েছিলেন জানতে আপনারা নিচের লিঙ্কে ক্লিক করতে পারেন।
আরও পড়ুন: Partha Chatterjee: বিড়ম্বনায় পার্থ চট্টোপাধ্যায়, পার্থ সহ ৫ জনের জামিনের আবেদন খারিজ হাইকোর্টে
বিয়ে যেন ব্যবসা
পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্যকে আমরা প্রশ্ন করেছিলাম,এখন বিয়ের পর কিছু হলেই ডিভোর্স আর সঙ্গে স্ত্রী যত টাকা খোরপোশ চাইবেন দিতে হবে স্বামীকে, এটা কী পুরুষদের হ্যারাস করার একটি নতুন কৌশল? প্রশ্নের উত্তরে নন্দিনীদি বলেন, এখনকার বিয়ে আর আগের মতো নেই। এখন যেন বিয়ে একটা ব্যবসায় পরিণত হয়েছে। এখন পুরুষ যেন টাকা কামানোর যন্ত্র হয়ে যাচ্ছে। তবে পুরুষদের আরও বেশি সচেতন হতে হবে বলে মনে করেন নন্দিনী ভট্টাচার্য।
পুরুষরা সমস্যায় পরলে আসুন
পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য আমাদের “নীতি নির্ণয় না দুর্নীতি?” অনুষ্ঠানে এসে সকল অত্যাচারিত পুরুষদের এগিয়ে আসার আবেদন জানান। তিনি বলেন,আপনাদের মধ্যে কোনো পুরুষ অত্যাচারিত হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তিনি আরও বলেন, পুরুষরা নিজের সম্পতি নিজের স্ত্রীর নামে করে দিয়ে ভালোবাসার প্রকাশ করবেন এটা ভালোবাসা নয়। পুরুষদের সচেতন হতে হবে এবং এগিয়ে আসতে হবে।