ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নতুন বছরে নতুন ধামাকা (Bonny-Sourav New Film)। যারা সাসপেন্স কিংবা থ্রিলার ধর্মী ছবি ভালোবাসেন, তাদের জন্যও রয়েছে একটা দারুণ সুখবর (Bonny–Sourav New Film)। নতুন বছরেই আসছে ‘ঝড়’। যেখানে এক ফ্রেমে দেখতে পাবেন টলিউডের বনি এবং সৌরভকে। এদের সঙ্গে জুটি বাঁধবেন নবাগতা অভিনেত্রী অমৃতা। ছবির নাম ‘ঝড়’। মুখোমুখি বনি এবং সৌরভ ছবিতে ঠিক কতটা ঝড় তুলতে চলেছে? ইতিমধ্যেই সামনে চলে এসেছে ফার্স্ট লুক। পরিচালনায় রয়েছেন আন্থনি জেন।
ব্যতিক্রমী চরিত্রে সৌরভ (Bonny-Sourav New Film)
ছবিতে শিক্ষকের চরিত্রে দেখতে (Bonny-Sourav New Film) পাবেন বনি সেনগুপ্তকে (Bonny Sengupta)। বনির চরিত্রের নাম মাইকেল। অপরদিকে একেবারেই ব্যতিক্রমী ঘরানার চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা সৌরভ দাসকে (Sourav Das)।
ঝড়ের গল্প (Bonny-Sourav New Film)
ছবির কাহিনী অনুযায়ী, শুরুটা হবে কালিম্পং শহরের সুন্দর সকাল দিয়ে (Bonny-Sourav New Film)। যেখানে দেখা যাবে জেন, মোনা, নাসিফা, শিখাকে তাদের কলেজ হোস্টেলে। জেন মাইকেল স্যারের প্রতি কৃতজ্ঞ। মনে মনে ধন্যবাদ জানায়। এর নেপথ্যে বড় কারণও রয়েছে। মাইকেল স্যার জেনের বাবা মা কে বুঝিয়ে তাকে কালিম্পংয়ে এনেছে। জেন মাইকেল স্যারকে শিক্ষকের থেকে বেশি অভিভাবক ভাবেন। তার উপর অনেকটা ভরসা করতে পারে জেন।
নতুন পরিচয় সৌভিক
কলেজে জেনের সাথে আবার পরিচয় হয় সৌভিক নামের এক ছেলের। ধীরে ধীরে বাড়তে থাকে তাদের সম্পর্ক । জেন বেশ ভালই ছিল। কিন্তু তার সুখ বেশি দিন টিকল না। হঠাৎ জেনকে দেখা যায়, সে শুয়ে রয়েছে হাসপাতালের বিছানায়। জেন যখন কোমায় শুয়ে, অপরদিকে নিখোঁজ হয়ে যায় মোনা আর নাসিফা। এখান থেকেই নতুন মোড় নেয় গল্প। রহস্যের মোড়কে গল্পে আগমন হয় অভিনেতা সৌরভ দাসের। এবারে গল্প মোড় কোন দিকে নেবে? সেই উত্তর নিয়েই আসছে ছবি ‘ঝড়’।
আরও পড়ুন: Aryan Khan: পার্টিতে বেসামাল আরিয়ান, আবারও কটাক্ষের মুখে শাহরুখ পুত্র
একগুচ্ছ স্টারকাস্ট
সৌরভ-বনি-অমৃতার পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাবেন লিজা গোস্বামী, রজতাভ দত্ত, চন্দন সেন, তুলিকা বসু, শান্তিলাল মুখার্জি সহ বহু অভিনেতা-অভিনেত্রীদের। ইতিমধ্যেই ছবির শ্যুটিং শুরু হয়েছে কলকাতা ও নর্থ বেঙ্গলে। ছবিটি মুক্তি পাবে ‘পিএস এন্টারটেইনমেন্ট’ এর ব্যানারে, পম্পা সাহার প্রযোজনায়। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন সমিধ মুখার্জি৷ টানটান সাসপেন্স এবং থ্রিলারের সমন্বয়ে আসছে বনি-অমৃতা-সৌরভের নতুন ছবি ‘ঝড়’।
আরও পড়ুন: Kanchan-Sreemoyee: ইচ্ছা থাকলেও উপায় নেই, নতুন বছরে শ্রীময়ী কেন এমন বললেন?
বাস্তবে সৌরভ-বনি ভালো বন্ধু
বড় পর্দায় বনি আর সৌরভ যে মুখোমুখি আসতে চলেছেন, সেই গুঞ্জন টলিপাড়ায় বহুদিন আগেই শোনা গিয়েছিল। এবার সেই খবরে সিলমোহর পড়ল। ছবির ফার্স্ট লুক দেখে ইতিমধ্যেই এই দুই নায়কের ভক্তরা বেশ খুশি। যেখানে শিক্ষকের চরিত্র দেখা যাবে বনিকে, আর খলনায়কের চরিত্রে সৌরভ। সোজা কথায়, থ্রিলার ধর্মী এই ছবিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বনি-সৌরভের মধ্যে। বাস্তবে কিন্তু এই দুই অভিনেতা বেশ ভালোই বন্ধু।
একসঙ্গে ছবি
সমাজ মাধ্যমের পাতায় উঁকি দিলে দেখতে পাবেন, তাঁদের একসঙ্গে একাধিক ছবি রয়েছে। ঝুলিতেও তাঁদের একের পর এক কাজ। সৌরভ বড়পর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করছেন। অপরদিকে বনি টলিপাড়ার পাশাপাশি মন দিয়েছেন বাংলাদেশের (Bangladesh ) ছবিতে। ঝড় ছবিটি বলতে পারেন বনি ও সৌরভের অনুরাগীদের জন্য একটা নতুন খবর। রোমাঞ্চ আর সাসপেন্সে ভরা গল্প। যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন এই দুই অভিনেতা। ছবির গল্পের পরতে পরতে রয়েছে শুধুই সাসপেন্স।