ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পূর্ব বর্ধমানের আউশগ্রামে (Aushgram) ময়ূরদের অবাধ বিচরণ (Peacock Roaming at Village)। আদুরিয়া বিট এলাকায় ঘুরে বেড়াচ্ছে ময়ূরের দল (Group Of Peacocks)। কখনও গাছের ডালে বাচ্চাদের নিয়ে খেলে বেড়াচ্ছে ময়ূরীরা, কখনও জঙ্গলের পাশেও ঘুরতে দেখা যাচ্ছে ময়ূরদের। ময়ূরের সংখ্যা বৃদ্ধি নিয়ে যেমন খুশি বনবিভাগ তেমনই উচ্ছসিত পরিবেশপ্রেমীরা।
গ্রামজুড়ে ময়ূরদের অবাধ বিচরণ (Peacock Roaming at Village)
নির্ভয়ে বাড়ির উঠানে ঘুরছে, ফিরছে ময়ূরের দল (Peacock Roaming at Village)। কৃষকের খামারে চড়ে খুঁটে খাচ্ছে ধান। অবাধে ছবি তুলতে পারেন বাইরে থেকে আসা পর্যটকরা। কেউ কেউ আবার তাদের সঙ্গে সেলফিও ফ্রেমবন্দি করতে চান। কলকাতা থেকে খুব একটা বেশি দূরে নয় সেই জায়গা। বলা হচ্ছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের কথা। যেখানে গোটা এলাকা জুড়ে অবাধে বিচরণ করে ময়ূরের দল (Peacock Roaming at Village)।
কোথা থেকে এল ময়ূর (Peacock Roaming at Village)
বছর খানেকের কাছাকাছি সময় ধরে গ্রামজুড়ে আনাগোনা ময়ূরের। কিন্তু কোথা থেকে এল এতো ময়ূর ? জানা গিয়েছে, কয়েক বছর আগে আউশগ্রাম সংলগ্ন কাঁকসার দেউল এলাকায় পরীক্ষামূলক ভাবে কয়েকটি ময়ূর ছাড়া হয়েছিল বনদফতরের তরফে (Forest Department)। স্থানীয়দের সহযোগিতায় তাদের জন্য তৈরি করা হয় বসবাসের উপযুক্ত পরিবেশ। যার ফলে হয়েছে ময়ূরদের বংশবিস্তারও (Peacock Roaming at Village)।
ময়ূরের টানে পর্যটকদের ভিড় (Tourists Drawn By Peacocks)
বন দফতরের ধারাবাহিক প্রচারে (Continuous Campaign Of The Forest Department) গ্রামবাসীরা সচেতন হতেই আউশগ্রামের জঙ্গলমহল এলাকার গ্রাম ‘হেদোগড়িয়া’ এখন ময়ূরদের অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। প্রত্যন্ত জঙ্গলমহলে ময়ূরের টানে পর্যটকরা আসায় খুশি গ্রামবাসীরাও।
ময়ূর-মানুষের সখ্য আউশগ্রামে (Peacock-Human Affinity In Aushgram)
হেদোগড়িয়া গ্রাম লাগোয়া জঙ্গলের মধ্যে ইতিউতি ঘুরে বেড়ায় ময়ূরের দল। কখনও আবার দলবেঁধে চলে আসে লোকালয়ে। ময়ূরের টানে গ্রামে ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের পর্যটকরাও। শুধু গ্রামেই নয়, আশেপাশের জঙ্গলেও ছড়িয়ে পড়েছে দলে দলে ময়ূর। প্রকৃতিকে বাঁচানোর মধ্য দিয়ে জঙ্গলমহলে হারিয়ে যাওয়া পশুপাখিদের আনাগোনায় খুশি গ্রামবাসীরা।
ইকোট্যুরিজম গড়ে তোলার দাবি স্থানীয়দের (Locals Demand To Develop Ecotourism)
রঙ ছড়ানো ময়ূর ও ময়ূরীদের দল এখন আউশগ্রামে জঙ্গলের পাশাপাশি পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণ। গ্রামবাসীদের কাছে এখন আপন হয়ে উঠেছে আউশগ্রাম জঙ্গলের ময়ূরের দল। আর এই দৃশ্য দেখতে বাইরে থেকে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। এলাকায় ইকোট্যুরিজম গড়ে তোলা হোক, দাবি জানিয়েছেন স্থানীয়রা।