ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পৌষ মাস শেষ হতে চলল। অথচ দেখা নেই জাঁকিয়ে শীতের(Weather Forecast)। মাঝে তাপমাত্রার পারদ কিছুটা নামলেও পশ্চিমী ঝঞ্ঝায় ফের বাধা পাবে শীত? এমনটাই খবর আবহাওয়া দপ্তর সূত্রে। নতুন সপ্তাহে কেমন থাকতে চলেছে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া? কি বলছে আলিপুর আবহাওয়া দফতর?
তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে(Weather Forecast)
আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, রবিবার দুপুরের পর থেকে ক্রমশ কমবে উত্তুরে হওয়ার দাপট(Weather Forecast)। বাড়বে পূবালী হাওয়ার প্রভাব। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকবে। আংশিক মেঘলা থাকবে আকাশ। রাতের তাপমাত্রা বাড়বে। নতুন সপ্তাহের শুরুতেই তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। যদিও তারপর তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা(Weather Forecast)
আবহাওয়াবিদদের মতে, শুক্রবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে (Weather Forecast)। পশ্চিম থেকে পূর্বমুখী ঝোড়ো হাওয়ার (জেট স্ট্রিম উইন্ড) দাপট রয়েছে উত্তর ভারতে । ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব রাজস্থান ও সংলগ্ন এলাকায় । এছাড়াও, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত । এর ফলে সোমবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে ৷
আরও পড়ুন : Peacock Roaming at Village: গ্রামজুড়ে ময়ূরদের অবাধ বিচরণ, ময়ূর-মানুষের সখ্য আউশগ্রামে
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শীতের আমেজ বেশ জমিয়ে উপভোগ করতে পারছে দক্ষিণবঙ্গবাসী। বিগত দিনের তুলনায় তাপমাত্রার পারদ বেশ খানিকটা নিম্নমুখী জেলায়। শীতের দাপট যথেষ্ট রয়েছে। হাড় কাঁপানো শীত না পড়লেও তীব্র শীত রয়েছে জেলায়। তবে এই শীতের আনন্দতে বাধা পশ্চিমী ঝঞ্ঝা। হাওয়া অফিস বলছে, ১২ জানুয়ারি দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা থাকবে না। শীতের আমেজ বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে ঠান্ডা কিছুটা কমবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের সব জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী সপ্তাহের শুরুতেই পাল্টাতে পারে পাহাড়ের আবহাওয়া, নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে দার্জিলিং পার্বত্য অঞ্চলে। আগামী সোমবার দার্জিলিং ও কালিম্পং পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ও উচ্চ পার্বত্য অঞ্চল যেমন সান্দাকফুতে হালকা তুষারপাতের সম্ভাবনা আছে। এছাড়া এ সময় গোটা উত্তরবঙ্গে আকাশ আংশিক মেঘলা ও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। হাওয়া অফিস বলছে, ১২ জানুয়ারি উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালক বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা আছে দার্জিলিং এবং কালিম্পঙে। পূর্বাভাস অনুযায়ী, কালিম্পং, আলিপুরদুয়ারে সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে। এদিকে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি আছে দার্জিলিং, কোচবিহার এবং মালদায়। এদিকে ১৩ তারিখ উত্তরের দার্জিলিঙ জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টি এবং তুষারপাত হতে পারে। এছাড়া উত্তরের সব জেলা আগামী ১৭ তারিখ পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে।