ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পৌষ পূর্ণিমায় পূণ্যলগ্নে গঙ্গাসাগরে (Gangasagar mela 2025) পুণ্যার্থীদের ঢল। ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী মঙ্গলবার মকর সংক্রান্তি হলেও গত ১ জানুয়ারি থেকেই দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে ঢল নেমেছে ভক্তদের। দূর দুরান্ত থেকে আগত পুণ্যার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ।
শিয়ালদহের দক্ষিণ শাখায় কাকদ্বীপ ও নামখানা এই দুই স্টেশন দিয়েই মূলত পুণ্যার্থীরা গঙ্গাসাগরের (Gangasagar mela 2025) উদ্দেশ্যে রওনা দেন। লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে কাজ করা এই স্টেশনগুলির সাজসজ্জা এবং আধুনিক সুবিধা সহ অতিথিদের স্বাগত জানাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ।

পূর্ব রেলের উচ্চপদস্থ আধিকারিক রাকেশ রঞ্জন, দীপক নিগম জানিয়েছেন যে মেলায় আগত বিভিন্ন জায়গার পুণ্যার্থী-দর্শনার্থীদের (Gangasagar mela 2025) দৃষ্টিনন্দনের জন্য সাজিয়ে তোলা হয়েছে কাকদ্বীপ ও নামখানা স্টেশন। স্টেশনগুলির দেওয়ালে তুলে ধরা হয়েছে, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী সাইট। সুন্দরবনের মনমুগ্ধকর সৌন্দর্য। যা বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রের পাশাপাশি ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি।
আরও পড়ুন: https://tribetv.in/makar-sankranti-weather-in-mahakumbh-mela-2025/
এই শৈল্পিক চিত্রগুলি যেমন তীর্থযাত্রীদের দৃষ্টিনন্দন করবে তেমনই দূর দুরান্তের ভক্তদের মনোরম পরিষেবা, সুযোগ সুবিধা দেওয়ার মধ্য দিয়ে তাঁদের গঙ্গাসাগরে (Gangasagar mela 2025) স্নান সফল করে তুলবে। শুধু তাই নয়, তীর্থযাত্রা নিশ্চিত করতে শিয়ালদহ শাখা পুরুষ এবং মহিলা উভয় যাত্রীদের জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ বেশ কয়েকটি আধুনিক টয়লেট এবং বাথরুমের ব্যবস্থা করেছে (Gangasagar mela 2025) ।

আরও পড়ুন: https://tribetv.in/pilgrims-flock-on-makar-sankranti-gangasagar-mela-2025/
মেলা চলাকালীন ভিড় নিয়ন্ত্রণের জন্য এই সুবিধাগুলি স্টেশনে পাওয়া যাবে। রেল সূত্রে খবর, শিয়ালদহ ও নামখানার মধ্যে ১০২টি বিশেষ পরিষেবা চালু করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত ভিড় ঠেকাতে এবং যেকোনও ধরনের অনভিপ্রেত ঘটনা, পরিস্থিতি মোকাবিলায় মেলার এই ক’দিন ২৪ ঘন্টা এককরে কাজ করে চলেছেন রেল কর্মী, রেল পুলিশ, জিআরপি এবং প্রশাসন।
