অভ্রদ্বীপ দাস, কলকাতা: বাঘাযতীনে বহুতল বিপর্যয়ের দুই দিন পার (Baghajatin Flat Collapse)। গ্রেফতার অভিযুক্ত প্রমোটার সুভাশীষ রায়। চলছে হেলে পড়া বহুতল পুরোপুরি ভেঙে ফেলার কাজ। অথৈ জলে ক্ষতিগ্রস্ত আবাসনের বাসিন্দারা। হঠাৎ করে মাথার উপর ছাদ হারিয়ে বিপাকে শুধু ওই ফ্ল্যাটবাড়ির বাসিন্দারা নন, সমস্যায় ক্ষতিগ্রস্ত আবাসনের ছোট্ট খুদেও।
মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই হেলে পড়ে বাঘাযতীনের (Baghajatin Flat Collapse) ৯৯ নম্বর ওয়ার্ডের ৪তলার একটি আবাসন। প্রায় ১২ বছরের পুরনো এই আবাসন বিপজ্জনক ভাবে হেলে পড়তেই তড়িঘড়ি শুরু হয় পুরোপুরি ভেঙে ফেলার কাজ। কলকাতা পুরসভার তরফে এখনও চলছে সেই কাজ। চারিদিকে যখন ভাঙার আওয়াজ, তখন মন ভারী আবাসনের খুদেদের।
আরও পড়ুন: https://tribetv.in/police-attacked-by-some-goon-at-narendrapur/
বহুতল বিপর্যয়ের দ্বিতীয় দিনে বাড়ি ভাঙার কাজ চলার সময় শাসক দলের ঘনিষ্ঠদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আবাসনের বাসিন্দারা। তাঁদের সঙ্গে ছিলেন এলাকার বাসিন্দারাও। বৃহস্পতিবার দুপুরে বাঘাযতীনের ঘটনাস্থল পরিদর্শনে আসেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি তিনি ফ্ল্যাটের মালিকদের সঙ্গেও কথা বলেন। ফিরহাদের ‘ভ্যানিশ’ মন্তব্যের পরই বকখালির হোটেল থেকে গ্রেফতার হন অভিযুক্ত প্রমোটার সুভাশীষ রায় (Baghajatin Flat Collapse)।
আরও পড়ুন: https://tribetv.in/mamata-banerjee-blamed-the-doctors-in-saline-case/
শুধু বাঘাযতীনের ফ্ল্যাটবাড়িই নয় (Baghajatin Flat Collapse)! এর আগেও বৌবাজার থেকে শুরু করে গার্ডেনরীচ, শহরের বুকে ভেঙে পড়েছে একের পর এক বিপজ্জনক বাড়ি। আর এভাবেই ভাঙছে এক একজনের শৈশবের স্মৃতিও। তার দায় কে নেবে? উত্তর অজানা।