ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আধার (Aadhaar Card) কার্ড নিয়ে সমস্যা, পড়ুয়াকে বাংলাদেশি নাগরিক বলে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় প্রধান শিক্ষকের ঘরে তাঁকে ঘিরে অবস্থান বিক্ষোভ এস এফ আই কর্মী সমর্থকদের।
এবার আধার কার্ড (Aadhaar Card) নিয়ে সমস্যায় পড়ুয়া। সমস্ত কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও ভর্তি নিচ্ছে না বিদ্যালয়। উপরন্তু আধার কার্ডের সমস্যা দেখিয়ে পড়ুয়াকে বাংলাদেশি বলে বিদ্যালয়ে ভর্তি না নিয়ে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ হেডমাস্টারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, নদিয়ার কল্যাণীর পান্নালাল ইনস্টিটিউশন বিদ্যালয়ের।
ভর্তি হতে আসা পড়ুয়া ও তার অভিভাবকের অভিযোগ, এর আগে ভর্তি হতে আসলে আধার কার্ডের (Aadhaar Card) সমস্যা দেখিয়ে প্রধান শিক্ষক ভর্তি নিতে চান না। উপরন্ত তাদেরকে বাংলাদেশি নাগরিক বলে অপমান করে বিদ্যালয়ের থেকে তাড়িয়ে দেন, এবং বলেন মধ্যশিক্ষা পর্ষদকে জানালেও তিনি ভর্তি নেবেন না। ঘটনা জানাজানি হতেই পড়ুয়া এবং তার অভিভাবককে সঙ্গে নিয়ে হেডমাস্টারের ঘরে আটকে রেখে অবস্থান বিক্ষোভ দেখান এসএফআই কর্মী সমর্থকেরা। ঘটনায় চরম বিশৃঙ্খলা তৈরি হয় স্কুল চত্বরে।
আরও পড়ুন: https://tribetv.in/mid-day-meal-controversy-at-asansol-areas/
আরও পড়ুন: https://tribetv.in/humayun-kabir-controversy-over-bharat-sevashram-issues/
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি, তিনি বারবার জানিয়েছেন ভর্তি নেওয়া হবে। তবে যে সমস্ত বৈধ কাগজ আজ দেখানো হচ্ছে আগে সেই সমস্ত কাগজ দেখানো হয়নি (Aadhaar Card) । সে কারণেই ভর্তি প্রক্রিয়াতে বিলম্ব ঘটে। তবে যেভাবে একটি বিদ্যালয় চলাকালীন ছাত্র সংগঠনের তরফে হেডমাস্টার মশায়ের টেবিল চাপড়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হলো তাতে করে পড়ুয়ারা যথেষ্ট আতঙ্কিত এবং আগামী দিনে তাদের শিক্ষারও অনেক ক্ষেত্রে অসুবিধা হবে।
কারণ, এই সমস্ত জিনিস প্রতিষ্ঠানে করা একদমই বাঞ্ছনীয় নয় (Aadhaar Card) । অপরদিকে এস এফ আই এর তরফে স্কুলে ঠিকমত পঠন পাঠন না করানো,আর্থিক দুর্নীতি, সহ ছাত্র-ছাত্রীদেরকে মারধরের অভিযোগও তোলা হয়েছে। তারা জানাচ্ছেন, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সমস্তটাই জানিয়েছে তাদেরকে, তারপরেই আজ তারা অবস্থান-বিক্ষোভ শুরু করেছেন। তবে যতক্ষণ না পর্যন্ত এই বাচ্চাকে ভর্তি নেওয়া হবে, তারা তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন।