ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শেষ হয়েও, হয়নি শেষ। নতুন ভাবে নতুন রূপে ফিরেছে ‘পুবের ময়না’ (Puber Moyna) ধারাবাহিক। যা বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে একেবারেই বিরল ঘটনা বলতে পারেন (Puber Moyna Upcoming Episode)। ২০২৪ এর শেষের দিকে শোনা গিয়েছিল, জি বাংলার এই মেগা খুব শীঘ্রই শেষ হতে চলেছে। শেষ দিনের শুটিংও হয়েছিল। কিন্তু দর্শকদের অনুরোধে আবার নতুন করে ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে। অনুরাগীরা আশা করছিলেন, ধারাবাহিকে হয়ত নতুন টুইস্ট আসবে। সেই অনুমান এবার সত্যি হতে চলেছে। আগামী ২০ থেকে ২১ জানুয়ারি ‘পুবের ময়না’ ধারাবাহিকে আসছে ধামাকাদার পর্ব। সত্যি! এভাবেও যে ফিরে আসা যায়, তা দেখিয়ে দিল জি বাংলার এই মেগা। আগামীতে ঠিক কী হতে চলেছে, রোদ্দুর (Roddur) আর ময়নার (Moyna ) সাথে? তাদের জীবনে কোন নতুন মোড় আসতে চলেছে?
গুঞ্জার ষড়যন্ত্রের ফাঁদে ময়না (Puber Moyna Upcoming Episode)
বাংলাদেশ থেকে ভারতে ফিরে রোদ্দুর আর ময়নার জীবনে আবারও নতুন করে সমস্যা তৈরি করল গুঞ্জা (Puber Moyna Upcoming Episode)। ময়নাকে সে কিছুতেই ডাক্তার হওয়ার স্বপ্ন সফল হতে দেবে না। আর সেই লক্ষ্যে গুঞ্জা একেবারে বদ্ধপরিকর। তাই ময়নার সামনে তৈরি করছে একের পর এক সমস্যার দেওয়াল। ডাক্তারির প্রথম পরীক্ষায় টুকলি করল ময়না। তবে এটা কি আদৌ সত্যি? নাকি এর নেপথ্যে রয়েছে গুঞ্জার কোনও পরিকল্পনা?
মাথা হেঁট হল রোদ্দুরের (Puber Moyna Upcoming Episode)
অপরদিকে এহেন কাণ্ডে সবার সামনে মুখ পুড়ল রোদ্দুরের (Puber Moyna Upcoming Episode)। মাথা হেঁট হল তার। যে রোদ্দুরকে সবাই জানে একজন ছাত্র মেধাবী একজন ছাত্র হিসেবে, সেই রোদ্দুরে স্ত্রী কি না পরীক্ষার হলে গিয়ে টুকলি করল? এমন অপমান কীভাবে রোদ্দুর মেনে নেবে? সেই ছায়া পড়তে চলেছে রোদ্দুর ময়নার সম্পর্কে।
আরও পড়ুন: Saif Mediclaim Bill: ছুরিকাহত সইফের অস্ত্রোপচারে খরচ কত? অবাক হবেন আপনি
আত্মবিশ্বাসী ময়না
পরীক্ষার হলে ময়নাকে হাতেনাতে ধরে ফেললেন পরীক্ষক। তিনি দেখলেন, ময়না টুকলি করছে। কিন্তু ময়না কি সত্যি টুকলি করছিল ? তার খাতার নিচে টুকলির কাগজ কে রেখেছিল, তা এখনও জানা যায়নি। এক্ষেত্রে গুঞ্জার বড় কোনও প্ল্যান আছে কিনা সেটা এখন সিক্রেট। যে শিক্ষক টুকলির কথা বললেন, সেই শিক্ষকের সাথে গুঞ্জার ষড়যন্ত্র ছিল না তো? অপরদিকে ময়না ভীষণ আত্মবিশ্বাসী। সে কিছুতেই এমন কাজ করেনি। নতুন করে আবার পরীক্ষা দিতেও প্রস্তুত। কিন্তু তাকে ভুল বুঝল রোদ্দুর। স্বামীর কাছে পুনরায় সে কীভাবে বিশ্বাস ফিরে পাবে? ময়না কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? সেই প্রশ্নের উত্তর থাকছে আগামী পর্বে।
আরও পড়ুন: Soham-Srabanti: সোহমকে দেখে শ্রাবন্তী বললেন ‘মাই লাভ’, ফিরছে সেই পুরনো জুটি
কেমন হবে ময়নার আগামী জীবন?
নতুন ভাবে ধারাবাহিক শুরু হয়েছে মানে গল্পে নতুন মোড় আসবে। সেটাই স্বাভাবিক। আগামীতে রোদ্দুর ময়নার অন্য এক লড়াইয়ের গল্প দেখতে পাবে দর্শক। যেখানে ময়না সংসার সামলেও চিকিৎসক হওয়ার লড়াই করবে। পদে পদে আসবে নানান বাধা। গুঞ্জার ষড়যন্ত্র তো রয়েইছে। এছাড়াও রোদ্দুরের পরিবারের বহু সদস্য রয়েছেন যারা ময়নাকে পছন্দ করেন না। এসব কিছু মিলিয়ে, আগামীতে ময়নার জীবন চলেছে চড়াই উৎরাইতে ভরা । এমনটাই মনে করছেন এই ধারাবাহিকের অনুরাগীরা।