ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : যেন কাটছেই না শীতের(Winter Update)খামখেয়ালিপনা। কখনও হাড় কাঁপানো শীত, আবার কখনও শীতে কাঁটা ঊর্ধ্বমুখী পারদ । সর্বনিম্ন তাপমাত্রার পারদ কখনও নীচের দিকে আবার কখনও স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশ কিছুটা ওপরে। ফলে শীত কখনও উষ্ণ, কখনও কনকনে। কেমন থাকবে সপ্তাহের আবহাওয়া? জানালো আবহাওয়া দফতর।
আরও বাড়বে তাপমাত্রা(Winter Update)
গত দু’দিন ধরে বেশ খানিকটা কাঁপুনি ধরালেও এবার গা ঢাকা দিতে শুরু করেছে শীত(Winter Update)। এদিন দিনভর রাজ্যের সিংহভাগ জায়গায় স্বাভাবিকের উপরে রয়েছে পারদ। হাওয়া অফিস বলছে আজ থেকে আরও বাড়বে তাপমাত্রা। তারপর ধীরে ধীরে তা স্বাভাবিকের কাছাকাছি এলে ফের জাঁকিয়ে শীত বা কনকনে ঠান্ডার সম্ভাবনা এখনই নেই বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা।
খামখেয়ালিপনার ঝক্কি আগামী ৪-৫ দিন(Winter Update)
রবিবার থেকেই সামান্য তাপমাত্রা বেড়েছে বঙ্গে। পরপর পশ্চিমী ঝঞ্ঝায় বাধা পড়েছে তীব্র শীতে(Winter Update)। এর জেরে আটকা পড়েছে উত্তুরে হাওয়া। হাওয়া অফিস বলছে, আবহওয়ার এই খামখেয়ালিপনা খুব বেশি স্পষ্ট হবে আগামী চার থেকে পাঁচদিনের মধ্যে। বেশ কিছুটা তারতম্য দেখা যাবে তাপমাত্রার। সোম ও মঙ্গলবার আরও দু ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বুধবার থেকে ফের কিছুটা নামতে পারে তাপমাত্রা। পরবর্তী দু-তিন দিনের ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলে অনুমান করা হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা(Weather Alert)আসছে ১০ জানুয়ারি। রাজস্থানের উপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত। পাঞ্জাব থেকে রাজস্থানের উপর দিয়ে আরব সাগর পর্যন্ত একটি তৈরি হয়েছে অক্ষরেখা । পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিরও দেখা মিলতে পারে।
আরও পড়ুন: School Girl Suicide Case: বাবা দিতে পারেনি স্কুলে ভর্তির টাকা, আত্মঘাতী নবম শ্রেনীর ছাত্রী
দক্ষিণবঙ্গের আবহাওয়ার
দক্ষিণবঙ্গে কলকাতা-সহ বেশকিছু জেলায় কুয়াশার দাপট থাকবে। সোমবারের মতো মঙ্গলবারও গোটা রাজ্যে কুয়াশার দাপট দেখতে পাওয়া যাবে। বুধ এবং বৃহস্পতিবারও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সবথেকে বেশি কুয়াশা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলাগুলিতে। ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারেও নেমে আসতে পারে বলে জানা যাচ্ছে। সে কারণেই যান চলাচলের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হচ্ছে।
আরও পড়ুন: Kumbh mela special train: মহাকুম্ভের জন্য চলবে স্পেশাল ট্রেন, ঘোষণা পূর্ব রেলের
উত্তরবঙ্গের আবহাওয়া
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাহাড়ে বৃষ্টি এবং তুষারপাতের ইঙ্গিত। মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বুধবার ফের পরিষ্কার হয়ে যাবে আকাশ। তবে ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের ৫ জেলায়। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় কুয়াশার দাপট অপেক্ষাকৃত বেশি থাকবে।