ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও খুব শীঘ্রই পর্দায় দেখতে চলেছেন নন্দিতা-শিবপ্রসাদ (Nandita-Shiboprosad) জুটির ম্যাজিক। এখনও পর্দায় ‘বহুরূপী’ (Bohurupi) তার লাগাম ধরে রেখেছে। তার মাঝেই ভক্তদের দিলেন আর একটা বড় সুখবর। বড়দিনে বড় উপহার বলতে পারেন। জানা গেল, ‘আমার বস’ (Aamar Boss) রিলিজের তারিখ। এই ছবিতে মূল আকর্ষণ রাখি গুলজার (Rakhee Gulzar)।
নন্দিতা-শিবপ্রসাদের হাত ধরে রাখি গুলজারের প্রত্যাবর্তন (Aamar Boss)
মাঝে কেটে গিয়েছে দীর্ঘ ২১টা বছর। নন্দিতা-শিবপ্রসাদের হাত ধরে আবার ২১ বছর পর বাংলা ছবিতে ফিরছেন রাখি গুলজার। এর আগে তাঁকে বাংলায় দেখা গিয়েছিল ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরত’ ছবিতে। গৌতম হালদারের ‘নির্বাণ’ ছবিতেও তিনি অভিনয় করেছেন। কিন্তু বেশি দর্শকের দেখার সুযোগ মেলেনি। কারণ ছবিটি মুক্তি পেয়েছিল ফিল্ম ফেস্টিভ্যালে। এবার ‘আমার বস’ (Aamar Boss) দিয়ে বাংলা সিনেমায় তাঁর প্রত্যাবর্তন ঘটল। ২০২৪ এর জানুয়ারি মাসে রাখি গুলজার কলকাতা এসেছিলেন শুটিংয়ের কাজে। কলকাতার শাড়ি, ঝরঝরে বাংলা সংলাপ থেকে শুরু করে বাঙালি খাওয়া-দাওয়া, ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে ফুচকা খাওয়া, সবকিছুর মিলেমিশে মহাআনন্দে চলেছিল শুটিং।
কবে রিলিজ করবে? (Aamar Boss)
টলিপাড়ার ফিসফাস বলছিল, গ্রীষ্মকালীন প্রেক্ষাগৃহে ‘আমার বস’ (Aamar Boss) মুক্তি পাবে। কিন্তু নন্দিতা শিবপ্রসাদ সেই কথা না রাখতে পারলেও বড়দিনে বড় খবর দিলেন। ‘আমার বস’ রিলিজ করবে নতুন বছরে অর্থাৎ ২০২৫ এর ১৬ মে। রাখি গুলজারের পাশাপাশি এই ছবিতে অভিনয় করবেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এছাড়াও রয়েছেন এক গুচ্ছ কলাকুশলী।
আরও পড়ুন: Kanchan-Sreemoyee: শ্রীময়ী বিরল মা নন! কাঞ্চনের ৬ লাখি বিল বিতর্কে ক্ষুব্ধ অভিনেত্রী!
দর্শকদের বিশেষ উপহার
নন্দিতা আর শিবপ্রসাদ, টলিপাড়ার এই জুটিকে হিট মেশিন বলতে পারেন। বারংবার দর্শকদের বিশেষ উপহার দিয়েছেন। যেগুলো একের পর এক বাজিমাত করেছে বক্স অফিসে। ‘আমার বস’ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে।
আরও পড়ুন: Anurager Chhowa Upcoming Episode: কুকিং কম্পিটিশনে জিতেও সব হারাবে দীপা, আসছে নতুন ঝড়
রিলিজ ডেট পিছিয়ে যাওয়ার কারণ
প্রথমে কথা হয়েছিল, ২০২৪ এই ‘বহুরূপী’ আর ‘আমার বস’ দুটো ছবি মুক্তি পাবে। কিন্তু ‘বহুরূপী’র সাফল্য সেই হিসেবটা বদলে দেয়। ‘বহুরূপী’ টলিউডের একের পর এক রেকর্ড ভেঙেছে। বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে। পিছনে ফেলে দিয়েছে একাধিক ছবিকে। তাই অনেকেই মনে করেছিলেন, সেই ছবি প্রভাব ফেলেছে ‘আমার বস’ ছবির মুক্তির উপর। ‘বহুরূপী’ যে গোটা ডিসেম্বর মাস জুড়ে চলবে তার আন্দাজ পাওয়া গিয়েছিল। তাই ‘আমার বস’ এর মুক্তি পিছিয়ে দেওয়ার কথা বলা হয়। শিবপ্রসাদ বলেছিলেন, তাঁরা চান দুটি ছবি নিজেই নিজের জায়গা পাক। সেই জায়গা থেকেই ‘বহুরূপী’ থাকল। আবার আমার বসের মুক্তিও পিছিয়ে দেওয়া হল।
অপেক্ষার অবসান
যারা নন্দিতা-শিবপ্রসাদের ম্যাজিক পুনরায় বড় পর্দায় দেখতে চাইছিলেন, সেই অনুরাগীদের জন্য একটা বড় খবর। আর বেশি দিনের অপেক্ষা নয়। মাঝে আর মাত্র কয়েকটা মাস। নতুন বছরেই বড় পর্দায় দেখতে চলেছেন ‘আমার বস’।