ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি আমির খানের (Aamir Khan) ছবি ‘ সিতারে জমিন পর ‘ ( Sitaare Zameen Par) মুক্তি পেয়েছে। পাশাপাশি ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি না পেয়ে ইউটিউবে মুক্তি হবে বলে জানিয়ে দিয়েছেন আমির। তবে প্রকাশ্যে নিজের ছেলে জুনাইদকে ‘নেপোকিড ‘ বললেন আমির! নিজের ছেলের প্রতি হঠাৎ রেগে গেলেন কেন ? কেন বললেন ছেলেকে এমন কথা? জুনায়েদ কী এমন করল?
এখনও শুনতে হয় কটু কথা (Aamir Khan)
‘লাল সিং চাড্ডা ‘ ( Laal Singh Chaddha) ‘তারে জমিন পর ‘ (Taare Zameen par), ‘সিতারে জমিন পর ‘ (Sitaare Zameen Par), বলতে গেলে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন আমির খন(Aamir Khan)। কিন্তু আমিরের আগের ছবি ‘লাল সিং চাড্ডা ‘ নিয়েও লোকের কাছে কটু কথা শুনছেন আমির। কেন ? আমিরের কথায় , তিনি যতবারই ছেলে জুনাইদের কথা শুনেছেন ততবার কিছু একটা ঘটেছে। অর্থাৎ আমিরের মতে, ছেলের মুখে হাসি ফোটাতে গেলে তাঁকে কাঁদতে হয়েছে। আসলে ছেলে ও বাবা এ নিয়ে একটি মজার কনটেন্ট বানিয়েছেন ছবির প্রচারের জন্য।
মিথ্যা বলতে বাধ্য (Aamir Khan)
‘সিতারে জমিন পর ‘ মুক্তির আগে আমির ঘোষণা করেছিলেন, ছবিটি ওটিটি বা অন্য কোনও প্ল্যাটফর্মে মুক্তি পাবে না। নিজের প্রযোজনা সংস্থা ইউটিউব চ্যানেলে ছবিটি মুক্তি পাচ্ছে(Aamir Khan)। ১০০ টাকার বিনিময়ে ছবিটি দেখতে পাওয়া যাবে। আর এমন সুযোগ আনা হয়েছে যাতে সকলের কাছে ছবিটি পৌঁছতে পারে। যদিও আমির স্বীকার করে নিয়েছেন, তিনি মিথ্যা বলেছিলেন ছবি মুক্তির আগে। এমনকি ক্ষমাও চেয়ে নেন তিনি । আসলে নিজের ছবির স্বার্থে তিনি মিথ্যা বলতে বাধ্য হয়েছিলেন।

আরও পড়ুন: Rani Mukerji: রানীর হাতে জাতীয় পুরস্কার, নেপথ্যে মায়ের বুকফাটা করুণ আর্তনাদ
হাসি ফোটাতে স্বার্থ ত্যাগ (Aamir Khan)
শোনা গিয়েছে, অমিরের ছেলে জুনাইদ ১০০ টাকার বিনিময়ে ‘সিতারে জমিন পর ‘ ইউটিউবে মুক্তি পাওয়ার কথা বলেছিলেন(Aamir Khan)। আর ছেলের মুখে হাসি ফোটাতে তিনি ১০০ কোটির ডিল ছেড়ে ইউটিউবে মুক্তি পাওয়ার কথা বলেন ‘সিতারে জমিন পর ‘ ছবিটি। অন্যদিকে এর আগেও জুনাইদের আবদার মেনে নিতে ‘ঠাগস অফ হিন্দোস্তান ‘ করে ছিলেন আমির। তাঁর কথায়, ‘ ঠাগস অফ হিন্দোস্তান ‘ এর জন্য আজও লোকের কাছে কথা শুনতে হয় তাঁকে।
আরও পড়ুন: Deep Fridge: জাতীয় মঞ্চে বাঙালির গর্ব ‘ ডিপ ফ্রিজ’, কলকাঠি নেড়েছেন পরিচালকের মা!
প্রচারের জন্য নেপোকিড শব্দের ব্যবহার (Aamir Khan)
আমির ও তাঁর ছেলে জুনাইদের ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমির নিজের ছেলেকে ‘নেপকিড ‘ বলেন(Aamir Khan)। অনেকেই আছেন , যাঁরা আত্মীয়-স্বজন কিংবা বাবা-মা ইন্ডাস্ট্রিতে থাকায় খুব সহজেই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারেন। সহজে খ্যাতি লাভও করেন । কিন্তু আমিরের প্রকাশ্যে ছেলেকে এমন মন্তব্য করায় শুরু হয়েছে জল্পনা। তবে এটি ছিল বাবা-ছেলের ছবি প্রচারের একটি অন্যতম দিক। সিতারে জমিন পর ছাড়াও আমিরের বিভিন্ন ছবি ও অন্যান্য পরিচালকদের ছবিও দেখা যাবে আমিরের ইউটিউব চ্যানেলে। আর বাবা – ছেলের এই বাগবিতণ্ডা তারই প্রচারের একটি অংশ।