Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আমির খানের (Aamir Khan) ‘সিতারে জমিন পর’ (Sitaare Zameen Par) বড়পর্দার পর মুক্তি পেতে চলেছে জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউবে। কিন্তু একসময় অভিনেতা আমির খান (Aamir Khan) জানিয়েছিলেন, ছবিটি কোনও ওটিটি কিংবা ইউটিউবে মুক্তি পাবে না। আমিরের ‘সিতারে জমিন পর’ দর্শকমহলে বেশ জনপ্রিয় হয়েছে। বক্স অফিসেও সাফল্য পেয়েছে ছবিটি। তবে এখন ইউটিউবে মুক্তি পেতে চলেছে কী জন্য? আমিরই বা তাঁর সিদ্ধান্ত বদলালেন কেন?
মিথ্যা বলায় ক্ষমা চাওয়া (Aamir Khan)
‘সিতারে জমিন পর’ ( Sitaare Zameen Par ) মুক্তি পাচ্ছে ইউটিউবে। আমির (Aamir Khan) নিজের মত পাল্টালেন কেন? অবশ্য অভিনেতা তাঁর আগে এই মিথ্যে বলার জন্য ক্ষমা চেয়েছেন। কারণ হিসাবে তিনি জানান, সেই সময় তাঁকে থিয়েটারে ব্যবসা করাটা দরকার ছিল। তাঁর মতে, সিনেমা দিয়ে শুরু করেছেন তিনি। বরাবরই সিনেমা থিয়েটারের প্রতি তিনি অনুগত। সেক্ষেত্রে থিয়েটারের ব্যবসার রক্ষা করাটাও তাঁর দরকার।
অভিনেতার কথায়, যখন তিনি প্রথমবার ভেবেছিলেন ওটিটি কিংবা কোনও প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি করাবেন না। তখন তাঁদের থিয়েটারটিও পুরোপুরি দেখা উচিত মনে করেছিলেন তিনি। তাই অভিনেতাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল ছবিটি ইউটিউবে আসছে কিনা, তখন তাঁর কাছে থেকে জানা গিয়েছিল, ‘সিতারে জমিন পর’ ইউটিউব কিংবা ওটিটি প্লাটফর্মে আসছে না। একমাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। আর এমন কথা বলার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। অভিনেতার মতে, ‘তিনি মিথ্যা না বললে, হয়তো তাঁর স্বপ্নটা ওখানেই শেষ হয়ে যেত।’
ইউটিউবে মুক্তির কারণ (Aamir Khan)
আমির খান (Aamir Khan) ও জেনেলিয়া দেশমুখ (Genelia) অভিনীত ‘সিতারে জমিন পর’ ( Sitaare Zameen Par) সিনেমাটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। আমির খানের ( Aamir Khan) মতে, তিনি গত কয়েক বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন, যারা প্রেক্ষাগৃহে যেতে পারবেন না, তাদের কাছেও যেন সিনেমা পৌঁছে যায়। অবশেষে সেই দিন আস্তে চলেছে বলে মনে করছেন অভিনেতা। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তারে জমিন পর’ ছবির সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’।
আরও পড়ুন: Payel De: বড় স্বপ্নপূরণ পায়েলের, মহালয়ার ভোরে আসছেন নতুন রূপে
ছবি নিয়ে কী বললেন অভিনেতা?
আমির খানের (Aamir Khan) কথায়, ওটিটিতে মুক্তি পাবে না ‘সিতারে জমিন পর’। তবে ইউটিউবে খুবই সহজে দেখা যাবে তাঁর ছবি। আগামী ১ আগস্ট থেকে ১০০ টাকার বিনিময় তাঁর ছবি দেখতে পাওয়া যাবে বলে শোনা গিয়েছে। আমিরের মতে, আসলে তিনি নিজের একটি চ্যানেল ‘আমির খান টকিজ’ তৈরি করেন। যার জন্য তিনি তাঁর ছবি ওটিটিতে দিতে চাননি। আর শুধুমাত্র সিতারে জমিন পর নয়, তাঁর আরও ছবি যেমন ‘দঙ্গল’, ‘জানে তু ইয়া জানে না’, ‘লগান’, ‘তারে জমিন পর’ প্রভৃতি ছবিগুলি তাঁর চ্যানেলে দেখা যাবে। পাশাপাশি জানা যায়, শুধু যে তাঁরই ছবি দেখানো হবে এমনটা নয়। যে সমস্ত পরিচালকেরা প্রেক্ষাগৃহে নিজেদের ছবি মুক্তি দিতে সমস্যায় পড়ছেন, তাঁদের ছবি ও এই চ্যানেলে মুক্তি পাবে।
আরও পড়ুন: Koel Mallick: দুর্গা রূপে মহিষাসুর বধ করবেন কোয়েল! শিব হচ্ছেন কে?
আসতে পারে নতুন ছবি
আমির খানের (Aamir Khan)) আরও একগুচ্ছ ছবি আসতে পারে বলে ধারণা করা হয়েছে। শোনা যাচ্ছে, আমিরের পরের ছবি ১৯৪৭ সালে লাহোর। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রীতি জিন্টা ও সানি দেওল। পাশাপাশি আমিরের প্রযোজনা প্রতিষ্ঠানের আরও একটি ছবি তৈরি হচ্ছে। যেখানে দেখা যাবে আমিরের ছেলে জুনায়েদ খান ও সাই পল্লবীকে।