Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের বিতর্কে জড়ালেন মালদা (Malda) তৃণমূল (TMC) কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী (Abdur Rahim Boxi)। প্রকাশ্যে সিপিএম এবং কংগ্রেসের কর্মীদের হাত কেটে নেওয়ার নিদান দিলেন মালতিপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী।
ফের বিরোধীদের বেনজির আক্রমণ (Abdur Rahim Boxi)
কালিয়াচক এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের একটি অনুষ্ঠানে গিয়ে ক্ষুরধার ভাষা প্রয়োগ করে আক্রমণ শানান আব্দুল রহিম বক্সি (Abdur Rahim Boxi)। বিজেপি,সিপিএম, কংগ্রেসের নেতা কর্মীদের হাত কেটে, মাথা গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মালদার তৃণমূল জেলা সভাপতি ও মালতিপুরের বিধায়ক। তৃণমূল কংগ্রেসের সভাপতির এই বেনজির আক্রমণের পরেই শুরু হয়েছে বিতর্ক।
কী বলেছেন আব্দুর রহিম বক্সী (Abdur Rahim Boxi)
ঠিক কি বলেছেন আব্দুর রহিম বক্সী? কালিয়াচকের এক অনুষ্ঠানে গিয়ে তিনি (Abdur Rahim Boxi) বলেন, ”মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য একের পর এক উন্নয়নমূলক কাজ করছে । সরকারি সুযোগ-সুবিধা নিচ্ছেন সিপিএম, কংগ্রেস, বিজেপির নেতাকর্মীরা । তারপরেও বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করছে। বিজেপির দালাল সিপিএম, কংগ্রেসের নেতা কর্মীদের হাত কেটে নেব। বিজেপির নেতাকর্মীদের মাথা গুঁড়িয়ে দিতে হবে।”
আরও পড়ুন: BJP Bengal: জামিন-চাপে বেসামাল বিজেপি, অস্বস্তিতে সুকান্তরা
মন্তব্যে অনড় আব্দুর
আব্দুর রহিম বক্সীর(Abdur Rahim Boxi) এই মন্তব্য নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি কাউকে নিশানা করে এই মন্তব্য করেননি । যেটা সত্যি সেই কথা বলেছেন তিনি ।
তীব্র নিন্দা বিজেপির
আব্দুর রহিম বক্সির এই মন্তব্যের পরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আব্দুর রহিম বক্সীর এই মন্তব্যকে তীব্র নিন্দা করে বিজেপি। বিজেপি নেতা অম্লান ভাদুড়ী জানান, ”কুকথার জন্যই জেলায় পরিচিতি লাভ করেছিলেন রহিম বক্সি । তিনি সর্বদাই অশিক্ষিতের মতো এই কুকথা বলছেন। লজ্জা সরমের ব্যাপার নেই । তাঁর ধারণা হয়েছে তিনি বিরোধীদের আক্রমণ করলে তাহলে হয়তো উপরের নেত্রী তাঁকে আরো বেশিদিন সভাপতি হিসাবে রাখবেন । তাঁর পদ টিকিয়ে রাখার জন্য তিনি মালদায় এই অসভ্য রাজনীতি সৃষ্টি করেছে।”
আরও পড়ুন: ব্যাগ নিয়ে এলেন সংসদে,বাংলাদেশে হিন্দু নির্যাতনে নয়া-স্টাইলে প্রতিবাদ প্রিয়াঙ্কার!
অতীতেও ঘটনার পুনরাবৃত্তি
প্রসঙ্গত উল্লেখ্য, আব্দুর রহিম বক্সী বেলাগাম এই প্রথম নয়। কখনও বিজেপি সাংসদের জিভ টেনে ছিঁড়ে ফেলার হুমকি, তো কখনও আবার বঙ্গ বিজেপিকে লাঠিপেটা করে রাজ্যছাড়া করার, এর আগেও একাধিকবার হুঁশিয়ারি শোনা গিয়েছে তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সীর গলায়।
বিধানসভা উপ নির্বাচনের জয় উদযাপনের সময় বিরোধীদের দাঁত ভেঙে দেওয়া এবং জিভ টেনে ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি দেন আব্দুর রহিম বক্সী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিতর্কের মুখে বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি।