ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বেশকিছুদিন ধরেই রাজনৈতিক মহলে (Abhishek Banerjee) জল্পনা অচলছিল যে আদৌ তৃণমূলের মহাসমাবেশে আসবেন তো তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়? সেই জল্পনাকে হাওয়ায় উড়িয়ে নেতাজি ইন্ডোরের মঞ্চে বক্তব্য রাখতে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই তাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা।
স্বাগত ভাষণ (Abhishek Banerjee)
মঞ্চে উঠে সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে তৃণমূল কংগ্রেসের সবুজ সেনার সেনাপতি বলেন, “‘অনেক দিন পরে সকলের সঙ্গে দেখা হয়ে খুব ভালো (Abhishek Banerjee) লাগলো। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ গ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে সকলে এসেছেন। সকলকে নতুন বছরের শুভেচ্ছা।”
চার্জশিট নিয়ে অকপট অভিষেক
প্রাথমিক নিয়োগ দুর্নীতি সম্পর্কে অভিষেক সাফ জানিয়েছেন, “সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আমার বিরুদ্ধে নাকি সিবিআই চার্জশিট দিয়েছে। দু’জায়গায় খালি আমার নাম লিখেছে। কে অভিষেক, বাড়ি কোথায়, কোনও পরিচয় কিন্তু কিচ্ছু লেখা নেই।”
আরও পড়ুন: Delhi Assembly: বিধানসভার বাইরে চলছে বিক্ষোভ, বিরোধীদের ঢুকতে দিচ্ছে না পুলিশ!
ভয় পেয়েছে সিবিআই
তিনি আরও বলেছেন, “সিবিআই ভাববাচ্যে কথা বলছে। ওরা এখন ভয় পাচ্ছে। আমার ভালো লাগছে যে ওরা ভয় পেয়েছে। আমি কথা পাল্টাই না। আমি আগেও বলেছিলাম, কেউ কোনও দুর্নীতি প্রমাণ করতে পারলে, ফাঁসির মঞ্চে চলে যাব।’’

গলা কাটলেও মমতা বন্দ্যোপাধ্যায়!
অভিষেক আরও জানিয়েছেন, “সব জায়গায় রটিয়ে দেওয়া হচ্ছে, আমি নাকি বিজেপিতে যাব। এগুলো সব মিথ্যা। আমার গলা কেটে দিলে সেই কাটা গলা দিয়েও বেরোবে ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’।”