ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : মার্চের মাঝামাঝি থেকেই উর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। দিন যত গড়াচ্ছে দিনের বেলার কাঠফাটা রোদ্দুর জানান দিচ্ছে গরমকাল চলে এসেছে। ঘেমে নেয়ে নাজেহাল হতে আর বেশি দেরি নেই। কাঠফাটা গরমে স্বস্তি পেতে এসি (AC Cleaning) চালানোর কথা ভাবছেন ? কিংবা ভাবছেন এবার একটা নতুন এসি না কিনলেই নয়? নতুন এসি কিনুন কিংবা বাড়িতে বছরভর বন্ধ থাকা এসি (AC Cleaning) চালু করার কথাই ভাবুন তার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দেওয়া জরুরি।
নিয়মিত এসি পরিষ্কার করুন (AC Cleaning)
নিয়মিত এসি পরিষ্কার (AC Cleaning) করুন এবং ধুলোবালি থেকে রক্ষা করুন। ময়লা জমে গেলে শীতল বাতাস প্রবাহিত হতে বাধা পায়, যা এসির কার্যকারিতা কমিয়ে দেয়।
এয়ার ফিল্টার পরিষ্কার (AC Cleaning)
যে কোন ব্র্যান্ডের এসি (AC Cleaning) ব্যবহার করুন না কেন, কোম্পানির নির্দেশনা অনুযায়ী এয়ার ফিল্টার পরিষ্কার করুন বা প্রয়োজনে পরিবর্তন করুন। পরিষ্কার না থাকলে ফিল্টার শীতল বাতাসের প্রবাহে বাধা দিতে পারে এবং এসির কার্যক্ষমতা হ্রাস পায়। পরিষ্কার ফিল্টার ভাল বায়ু মান বজায় রাখতে সহায়ক।
রেফ্রিজারেন্ট লিকেজ পরীক্ষা
যদি এসি পর্যাপ্ত ঠান্ডা না করতে পারে, তবে রেফ্রিজারেন্ট লিকেজ পরীক্ষা করুন। লিকেজ থাকলে, সমস্যার সমাধান করতে একজন পেশাদার মেকানিকের সাহায্য নিন।
এসির পাশে আসবাবপত্র রাখবেন না
এসি ইউনিটে সঠিক বায়ুচলাচল নিশ্চিত করুন। এসির পাশে আসবাবপত্র রাখবেন না, যাতে বায়ুপ্রবাহ বাধাগ্রস্ত না হয়। একাধিক বায়ুচলাচল এসি শীতলকরণের ক্ষমতা বাড়ায়।

এসি সার্ভিসিং
বছরে অন্তত একবার একজন পেশাদার এসি টেকনিশিয়ান ডেকে এসি সার্ভিসিং করিয়ে নিন। এছাড়া ভিতরের অংশগুলোও পরিষ্কার করুন এবং ওয়্যারিং ও কর্মক্ষমতা পরীক্ষা করুন।
নার্জি সেভিং মোড
এসির তাপমাত্রা সব সময় ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখুন। এসি যদি এনার্জি সেভিং মোডে থাকে, তবে সেটি ব্যবহার করুন। তাপমাত্রার অতিরিক্ত ওঠানামা এড়াতে চেষ্টা করুন।
ফিল্টার পরিষ্কার করুন
দীর্ঘ সময় এসি বন্ধ থাকলে ফিল্টারে ধুলো ও ময়লা জমতে পারে, যা বাতাসের প্রবাহে সমস্যা তৈরি করে। তাই গরমে এসি চালানোর আগে ফিল্টার পরিষ্কার করা খুব গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন : Sojne Pata Paratha: এই বসন্তে ঘরেই বানান উপকারী সজনে পাতার পরোটা
ইউনিট পরিষ্কার করুন
এসির অভ্যন্তরীণ এবং বাইরের ইউনিট পরিষ্কার করুন। পরিষ্কার না করলে এসির শীতলকরণের ক্ষমতা কমে যেতে পারে। গরমে প্রথমবার এসি চালু করার আগে এটি ভালোভাবে পরিষ্কার করুন।

কুলিং কয়েল পরিষ্কার করুন
ফিল্টারের পাশাপাশি, এসির কুলিং কয়েলও পরিষ্কার করুন। এতে ময়লা জমে যায়, যা এসির কার্যক্ষমতা হ্রাস করতে পারে এবং এসি দ্রুত গরম হয়ে উঠতে পারে।
আরও পড়ুন :
গ্যাস লিকেজ চেক করুন
যদি এসি থেকে যথাযথ ঠান্ডা বাতাস না বেরোয়, তবে গ্যাস লিকেজ পরীক্ষা করুন। এমন পরিস্থিতিতে একজন দক্ষ টেকনিশিয়ানকে দিয়ে গ্যাস পরীক্ষা করানো উচিত।
রিমোটের ব্যাটারি পরীক্ষা করুন
কখনও কখনও রিমোটের ব্যাটারি শেষ হয়ে গেলে এসি চালু হয় না। সিজন শুরু হওয়ার আগে রিমোটের ব্যাটারি পরীক্ষা করে নিন এবং প্রয়োজন হলে পরিবর্তন করুন।