ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আদানি ইস্যুতে (Adani Issue in Parliament) আরও সুর চড়ালো কংগ্রেস (Congress)। কালো পোশাক পরে প্রতিবাদ (Protest) তাদের। মূল নিশানায় বিজেপি। সংসদের বাইরে চললো ধারালো স্লোগান, আদানি ইস্যুতে সংসদে আলোচনার দাবি বিরধীদের
“সংবিধান বিপদে” (Adani Issue in Parliament)
২৪-এর লোকসভা নির্বাচনের পর থেকে সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) সংবিধান (constitution) হাতে নিয়ে বারবার বলে এসেছেন “সংবিধান বিপদে রয়েছে” আর তার সঙ্গে সুর চড়িয়েছেন মোদী-আদানি ঘনিষ্টতা নিয় (Adani Issue in Parliament)। কখনো এড়িয়ে যাওয়া, কখনো সাফাই দিয়ে আলোচনা এড়িয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আদানিকে রক্ষা করছেন বলে তার দাবির পুনরাবৃত্তি করে রাহুল গান্ধী বলেন, “প্রধানমন্ত্রী মোদী আদানিকে তদন্ত করাতে পারবেন না কারণ তিনি যদি তা করেন তবে তিনি নিজেই তদন্ত করবেন। মোদি অর আদানি এক হ্যায় (‘Modi-Adani ek hai’)। মার্কিন আদালত আদানির বিরুদ্ধে অভিমত দেওয়ায় এবারের শীতকালীন অধিবেশনে (SESSION) সংসদ জুড়ে কংগ্রেস সরব আদানীকে গ্রেফতারির দাবিতে।
কী বললেন প্রিয়াঙ্কা? (Adani Issue in Parliament)
প্রিয়াঙ্কা গান্ধী এই বিষয়ে সংসদে আলোচনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের দাবি জানিয়েছেন (Adani Issue in Parliament)। কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলিও আদানি গ্রুপের (ADANI GROUP) লেনদেনের বিষয়ে একটি যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) তদন্তের দাবি করেছে।
আরও পড়ুন: Devendra Fadnavis: মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর গদিতে দেবেন্দ্র ফড়ণবীস, বৃহস্পতিতে শপথ আজাদ ময়দানে
ঘুষের অভিযোগ
মার্কিন প্রসিকিউটররা আদানিকে ২০২০-২০২৪ সালের মধ্যে সৌরবিদ্যুতের চুক্তি সুরক্ষিত করার জন্য ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ করেছেন। আদানি গ্রুপ সব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেও উড়িয়ে দিয়েছে। গত সপ্তাহ থেকে, মসজিদ সমীক্ষা চলাকালীন আদানি ইস্যু এবং সম্বলে হিংসা নিয়ে বিরোধী দলগুলির বিক্ষোভের মধ্যে সংসদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
কালো জ্যাকেট
বৃহস্পতিবার কংগ্রেস সাংসদরা সংসদে এসেছিলেন কালো জ্যাকেট পরে। আদানি ইস্যুতে এটাই ছিল তাদের প্রতিবাদের একটা অঙ্গ। ক্ষুব্দ হন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। কালো পোশাক পরে প্রতিবাদ সংসদে এটা প্রথম নয়। গত লোকসভাতেও কালো পোশাক পরে বিক্ষভ ধর্ণা দেখিয়েছেন বিরোধীরা সাংসদরা ,,বৃহস্পতিবার ফের কালো পোশাক পরে সংসদে কংগ্রেসের বিক্ষোভকে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ শমীক ভট্ট্যাচার্য।
সংসদ অচল
বিভিন্ন ইস্যুতেই সংসদ অচল করা যেন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। কোটি কোটি টাকা খরচ করে বসে সংসদের অধিবেশন। সেখানে আলোচনা নয় যেন ধর্ণা বিক্ষোভ হৈ হট্টগোলই দস্তুর। সঙ্গে আছে এরকম কালো পোশাক পড়ার মতন নাটকীয় ঘটনাবলী। আর আছে রাজনীতির আকচাআকচি। কথা হয়না আমজনতার সমস্যা নিয়ে। দুর্ভাগ্য এদেশের মানুষজনের।