Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। বাংলা সংস্কৃতি জগতে তিনি শুধু একজন অভিনেতাই নন,বরং এক আবেগ,তাঁর ফিরে আসার খবরে স্বাভাবিক ভাবে উচ্ছ্বসিত অনুরাগীরা। শোনা যাচ্ছে, নতুন ছবিতে তাঁকে দেখা যেতে পারে বলে। আর সেটা বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের (Sarat Chandra Chattopadhyay) লেখা চরিত্রে। এই ছবি ঘিরেই ইতিমধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতুহল।
জোর গুঞ্জন (Anirban Bhattacharya)
টলিউডে জোর গুঞ্জন উঠেছে ,অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) আবার বড় পর্দায় ফিরছেন। দীর্ঘদিন পর দর্শকদের জন্য এক বড় চমক হতে চলেছে এই খবর। জানা গিয়েছে ,সব কিছু ঠিকঠাক থাকলে পরিচালক সৃজিত মুখার্জি (Srijit Mukherji), প্রযোজক রানা সরকার (Rana Sarkar) ও এস ভি এফ এর প্রযোজনায় ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র ‘ ছবিতে থাকতে পারেন অনির্বাণ ভট্টাচার্য।
ছবির পটভূমি
নতুন ছবিটির পটভূমি শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস ‘ পথের দাবী’ (Pather Dabi) কে কেন্দ্র করে। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯২৬ সালে। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে এই উপন্যাসের ১০০ বছর পূর্ণ হবে। তারই উপলক্ষে ছবিটি তৈরি হচ্ছে। তবে শুধু উপন্যাসের গল্প নয়, এই ছবিতে দেখানো হবে কিভাবে সেই সময়কাল কিংবা শাসকের বিরুদ্ধাচ্চারণ আজও কিভাবে ভয়ংকর পরিণতির দিকে ঠেলে দেয় , এইসব পটভূমিকে সামনে রেখে আগামী ছবি সাজিয়েছেন পরিচালক সৃজিত মুখার্জি (Srijit Mukherji)।

দ্বন্দ্ব মিটিয়ে নেওয়া
এই নতুন ছবিতে অনির্বাণের অভিনয় ফেরার খবরে যেমন উৎসাহ ছড়িয়েছে, তেমনি অন্যদিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পরিচালক ও ফেডারেশনের দ্বন্দ্ব। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে কেন্দ্র করে গত বছর থেকে এই দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছে যায়। পরিচালক বিদুলা ভট্টাচার্য ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। তাঁর পাশে দাঁড়ান আরও ১৩ জন পরিচালক। এই পরিচালকদের মধ্যে অন্যতম ছিলেন অনির্বাণ নিজেও। এই পরিস্থিতিতে প্রযোজক রানা সরকার শেষ মুহূর্তে মামলায় যুক্ত হয়ে সক্রিয় ভূমিকা নেন। তাঁর লক্ষ্য ছিল, পরিচালক ও অভিনেতাদের আবার কাজে ফিরিয়ে আনা এবং কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা।
আরও পড়ুন: Subhashree Ganguly: ছুরি নিয়ে শুভশ্রীকে শাসাচ্ছেন পরিচালক? কৌশিক গাঙ্গুলীর নতুন প্ল্যান!
পেশাদার পরিবেশের সম্ভাবনা
প্রযোজক রানা সরকারের (Rana Sarkar) এই উদ্যোগের ফলে অনেকেই আশা করছেন, টলিউডের আবার সুস্থ, পেশাদার পরিবেশ ফিরে আসবে। আর এই নতুন ছবির কথা, সেই প্রত্যাবর্তনেরই প্রথম ধাপ হতে পারে বলে, মনে করা হচ্ছে। সব মিলিয়ে একদিকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নতুন ছবি, অন্যদিকে অনির্বাণের অভিনয়ে ফেরা এবং পরিচালকদের লড়াই , এ যেন টলিউডের নতুন জোয়ার। পথের দাবীর শতবর্ষে এমন একটি নতুন ছবির পরিকল্পনা নিঃসন্দেহে দর্শকদের আগ্রহ বাড়াবে (Anirban Bhattacharya)।