Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: খুব শীঘ্রই দীপঙ্কর এবং অহনার (Ahona Dutta) সংসারে আসছে খুদে সদস্য। অপেক্ষার দিন গুণছেন দু’জন। অহনা মাতৃত্বকালীন ছুটির পর কবে আবার কাজে ফিরবেন? মাতৃত্বকালীন সময় কীভাবে কাটাচ্ছেন তিনি? সবটাই শেয়ার করলেন ট্রাইব টিভির সঙ্গে।
এখন কেমন আছেন অহনা? (Ahona Dutta)
প্রথমদিকে শরীর একটু গড়বড় লাগছিল ঠিকই (Ahona Dutta)। তবে এখন ধীরে ধীরে তিনি ঠিক হচ্ছেন। অভিনেত্রীর কথায় “প্রথম দিকটা খুব শরীর খারাপ লাগত। মাথা ঘুরত। যত দিন যাচ্ছে, শরীর ধীরে ধীরে ঠিক হচ্ছে। আমার সাথে আমার শরীরও এই বিষয়গুলোর সাথে অভ্যস্ত হচ্ছে।” তিনি মা হচ্ছেন, এই অনুভূতি ভীষণ স্পেশাল। এক্ষেত্রে দীপঙ্কর আর অহনা বিষয়টাকে কীভাবে উপভোগ করছেন? অভিনেত্রীর কথায়, “এনজয় সেভাবে করছি না। তবে আগামী দিনের জন্য একটু বেশি এক্সাইটেড আছি।” জীবন যে আগামী দিনে বেশ বদলাতে চলেছে, তা বুঝতে পারছেন অহনা।
সন্তানসম পোষ্য (Ahona Dutta)
অহনার (Ahona Dutta) কাছে সন্তানসম তার দুই পোষ্য। তারাও কিন্তু বুঝতে পারছে যে, বাড়িতে কিছু একটা হচ্ছে। শুধু তাই নয়, দুই পোষ্যকে রীতিমত ট্রেনিং দেওয়া হচ্ছে, কিভাবে শিশুর সঙ্গে তাদেরকে রাখা হবে। অহনার কথায়, “অনেক সময় দেখেছি, বেবি আসলে পোষ্যদের আলাদা করে দেওয়া হয়। কিন্তু তিনজনকে একসাথে রাখার পরিকল্পনা আছে। আমি সব সময় চাই, ওরা যেন বেস্ট ফ্রেন্ড হয়ে যায়।”
দুই দিক ব্যালেন্স
অহনার (Ahona Dutta) কাজ কিন্তু থেমে নেই। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আবারও নতুন রূপে ফিরে এসেছেন তিনি অর্থাৎ মিশকা। এক্ষেত্রে কীভাবে দুই দিক ব্যালেন্স করছেন অভিনেত্রী? অহনার কথায়, “আমার কাছে প্রেগনেন্সি আলাদা কোনও ইস্যু নয়, বা কোনও আলাদা শরীর খারাপ নয়। তবে অবশ্যই শরীরের মধ্যে একটা বড় পরিবর্তন হচ্ছে। যেটা আমি অনুভব করতে পারছি।”
কী খেতে ইচ্ছা হয়?
মাতৃত্বকালীন সময়ে অহনার কী খেতে ইচ্ছে হয়? এই সময় সাধারণত বিভিন্ন খাবারের প্রতি ক্রেভিংস হয়। অভিনেত্রীর কথায় , “এখনও পর্যন্ত সেভাবে মাঝরাতে উঠে কোনও কিছু খাবার জন্য ইচ্ছা হয়নি। তবে হ্যাঁ, যেটা খেতে ইচ্ছা হয় সেটা দীপঙ্করকে বলি। ও এনে দেয়। আর আলাদা করে ক্রেভিংস হয়েছে, সেটা শুটিং সেটে। আমি বললেই মোটামুটি দীপঙ্কর বেরিয়ে পড়ে। তবে এই ব্যাপারটা এখন নয়, দু তিন বছর ধরেই হচ্ছে। এখন কিছু আলাদা নয়।”
আরও পড়ুন: Rhea Chakraborty: ” জেল খাটানো হল নির্দোষ মেয়েকে”! সুশান্ত কেসে রিয়ার পাশে বলিউড
কবে কাজে ফিরবেন অহনা?
অভিনেত্রী কবে কাজে ফিরবেন? এক্ষেত্রে অহনার বক্তব্য, “আমি খুব শীঘ্রই কাজে ফিরতে চাই। যদিও আমি এখনও কাজে যুক্ত রয়েছে। এখন কাজ করার ইচ্ছা আছে এবং বেবি হওয়ার পর হয়ত কিছু মাস অফ নেব। তারপর আবার কাজে ফিরে আসব। কাজটাও যেমন গুরুত্বপূর্ণ, যে আসছে সে’ও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ । আমার মনে হয়, এটাই জীবনের ব্যালেন্স। এমন ভাবে করতে হবে, যাতে কেউ ইগনোর না হয়। যেন কারোর না মনে হয়, সে সময় পাচ্ছে না। কাজেরও যেন মনে না হয় যে, আমি কাজকে সময় দিতে পারছি না। পাঁচ ছয় বছর ব্রেক নেওয়ার ইচ্ছা আমার নেই। যত তাড়াতাড়ি আমি সবকিছু সামলাতে পারব, তত তাড়াতাড়ি আমি কাজে ফিরব।”
আরও পড়ুন: Hangama.com: বনি-শ্রাবন্তী সম্পর্কে ভাই বোন! বাঙাল- ঘটির তুলকালাম লড়াইয়ে জিতবে কে?
গরমে ভালো থাকার টিপস
গরমকাল পড়ে গিয়েছে। এই সময় অভিনেত্রী নিজের খেয়াল কীভাবে রাখছেন? কিংবা একজন হবু মা হিসেবে শরীর ভালো রাখার টিপস কী ? অহনার বক্তব্য, “আমার বেবি হওয়ার সময় আগস্ট মাস। সেক্ষেত্রে আমার মাতৃত্বকালীন সময় যাবে পুরো গরমের মধ্যে দিয়ে। শুধু বলব, বেশি বেশি করে জল খেতে হবে। আমার মনে হয়, জলটাই একমাত্র উপায়। নিজেকে যতটা সম্ভব হাইড্রেটেড রাখতে হবে”।