ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শেষ বারের জন্যও দিদাকে দেখতে পেলেন না (Ahona Dutta)। এই আক্ষেপ ‘মিশকা’ কোথায় রাখবেন? দিদাকে হারিয়ে রীতিমত শোকে ভেঙে পড়েছেন ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) ‘মিশকা’ (Mishka) অর্থাৎ অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটা লম্বা পোস্ট লিখেছেন। যে পোস্ট দেখে স্পষ্ট , অহনা তার মায়ের উপর বেশ ক্ষুব্ধ। রাগ , কষ্ট আর আক্ষেপ থেকে তিনি কথাগুলো লিখেছেন।
কী লিখলেন অহনা? (Ahona Dutta)
প্রিয় দিদাকে শেষবারের জন্য দেখতে পেলেন না অহনা (Ahona Dutta)। আর তাই ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তাও আবার কিছুটা মায়ের বিরুদ্ধে। প্রিয় দিদ্দিদের উদ্দেশ্যে অহনা লিখেছেন, “একটাই ইচ্ছে ছিল, আমার সাথে দেখা করার। একদিন ফোনে বলল, লুকিয়ে রেস্টুরেন্টে দেখা করবি? একটু পার্টি করব! তবে একজন মানুষের দিনের পর দিন থ্রেটের জন্য, তুমি আমার ভালোবাসার থেকে বঞ্চিত রয়ে গেলে। এক ঘন্টা দরজার সামনে দাঁড়িয়ে হাত জোড় করে, কান্নাকাটি করেও তোমাকে শেষবারের মতো দেখতে দিল না”।
তিনি আরও লেখেন, “তখনও নিজের বাবাকে হুমকি দিয়ে গেলেন, যে যদি নিজের দিদাকে শেষবার দেখতে যাই, তাহলে উনি সুইসাইড করবেন। আমি জানি তোমার আশীর্বাদ আমার সাথে সব সময় আছে। আমি জানি তুমি সব জানো। আমার আর কাউকে কিছু বোঝানোর দরকার নেই। তবে তুমি তো একজন ভালো মা, তাই মেয়েকেই সারা জীবন আগলে রেখেছ। কিন্তু তোমার মেয়ে কালকে মেয়ে হিসেবেও হেরে গেছে। তোমার মেয়ের জেদ তোমার শেষ ইচ্ছেটা পূরণ হতে দিল না দিদ্দিদ”।
অনুরাগীদের মন্তব্য (Ahona Dutta)
অহনার এমন পোস্টে মন ভেঙেছে বহু অনুরাগীর। এক অনুরাগী লিখেছেন, ” খুব খারাপ বিষয় আর খুবই কষ্টদায়ক। ভালো থেকো তুমি। দিদুন যেখানে আছেন, ভালো আছেন”। আরেক জন লিখেছেন, ” তুই স্ট্রং থাক, তোর জায়গাতে । কারণ তুই জানিস তুই কি করেছিস, কেন করেছিস। সব সময় এটা জানিস, সত্যেরই জয় হয়। খুব খারাপ লাগল পোস্টটা পড়ে”।
আরও পড়ুন: Piya Chakraborty: পিয়ার বেবি বাম্পে কান দিলেন ‘হবু দিদা’, কবে আসছে নতুন সদস্য?
অহনার মায়ের বক্তব্য
অপরদিকে অভিনেত্রীর মা চাঁদনী গঙ্গোপাধ্যায়ের কথায়, “যে যন্ত্রণা নিয়ে তুমি চলে গেলে , এই যন্ত্রণা নিয়েই তিলে তিলে বাঁচব। কারণ আমি নিশ্চয়ই খুব পাপ করেছি। তা না হলে বিনা কারণে বাঁচতে হত না”। এক্ষেত্রে তিনি নাতনিকে না দেখতে পাওয়ার যন্ত্রণার কথাই বোঝাতে চেয়েছেন ।
আরও পড়ুন: Govinda-Sunita Relationship: পরকীয়ায় জড়িয়েছেন গোবিন্দ, ভাঙছে ৩৭ বছরের সংসার!
মা-মেয়ের সম্পর্কে ফাটল
প্রসঙ্গত, অহনা এবং দীপঙ্করের সম্পর্ককে কেন্দ্র করে মা-মেয়ের সম্পর্কের মাঝে বড়সড় চিড় ধরে। এখনও পর্যন্ত অহনার মা দীপঙ্করের সঙ্গে মেয়ের প্রেম কিংবা বিয়ে মেনে নিতে পারেননি।