ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঐশ্বর্য রাই (Aishwarya Rai) আর অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) বিচ্ছেদের (Divorce) জোর জল্পনা চলছে। তবে কি সেই জল্পনায় এবার সিলমোহর পড়ল (Aishwarya Rai Divorce Rumors)? ইঙ্গিত সেদিকেই। দাবি নেটিজেনদের।
বচ্চন পরিবারকে (Bachchan Family) নিয়ে এখন বার বার সামনে আসছে নানান খবর। কাটা ছেঁড়া চলছে ঐশ্বর্য রাই বচ্চন আর অভিষেক বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে। সত্যি কি তারা বিচ্ছেদের পথে? কেনই বা তাদের দাম্পত্যের সম্পর্ক নিয়ে এত প্রশ্ন উঠছে?
আরও পড়ুন: Uraan Upcoming Climax Seen: উড়ানে আসছে ধামাকা, রোমান্টিক সিনে পূজারিণী-মহারাজ!
আসলে সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটছে যা নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। ঐশ্বর্যর বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে সামিল হননি তার স্বামী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। কিন্তু সেই একটা ফ্রেমেও দেখা গেল না অভিষেক বচ্চনকে।
আরও পড়ুন: Entertainment News: নতুন ছবিতে সোহমের সঙ্গে জুটি বাঁধছে প্রিয়াঙ্কা
আবার অন্যদিকে বলিউডের গুঞ্জন, অভিষেক নাকি জড়িয়েছেন নতুন সম্পর্কে। সম্পর্কে রয়েছেন অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে। তারপর থেকেই শুরু হয়েছে অশান্তি। সম্প্রতি ঐশ্বর্য রাইয়ের বাড়ি পার্টির ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে তার মেয়ে আরাধ্যা বচ্চন এবং মা বৃন্দা রাইকে। যেখানে তিনি একটি জন্মদিনের পার্টিতে (Birthday party) রয়েছেন। এছাড়াও রয়েছেন কয়েকজন আত্মীয়।
কিন্তু এক ঝলকের জন্য অভিষেককে দেখা যায়নি। বলিউডের এই দম্পতির বিয়ের বয়স হয়েছে অন্তত ১৭ বছর। ২০০৭ সালের এপ্রিল মাসে তারা গাঁটছড়া বাঁধেন। আরাধ্যার জন্ম হয় ২০১১ সালে। বিগত ১৭ বছরে কয়েক বার তাদের বিচ্ছেদ নিয়ে নানান কথা শোনা গিয়েছে। কিন্তু চূড়ান্ত বিচ্ছেদ কখনওই হয়নি। বিবাহ বিচ্ছেদ নিয়ে যদিও ঐশ্বর্য রাই কিংবা অভিষেক বচ্চন কেউই এখনও মুখ খোলেননি।